'চন্দ্রাবতী' কি?
ক) নাটক
খ) কাব্য
গ) পদাবলি
ঘ) পালাগান
Related Questions
ক) দৌলত কাজী
খ) শেখ আব্দুল হাকিম
গ) কোরেশী মাগন ঠাকুর
ঘ) সৈয়দ আব্দুল করিম
Note : উক্তিটি মধ্যযুগের কবি দৌলত কাজীর। তিনি সহজ ও সরল ভাষায় কাব্য রচনা করে সাধারণ মানুষকেও আনন্দ দিতে চেয়েছিলেন এবং এই উক্তির মাধ্যমে তার রচনার উদ্দেশ্য প্রকাশ করেছেন।
ক) আলাওল
খ) দৌলত কাজী
গ) মাগন ঠাকুর
ঘ) মরদন
Note : এটি মধ্যযুগের বিখ্যাত কাব্য ও তার রচয়িতা সম্পর্কিত একটি প্রশ্ন। 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যটি আরাকান রাজসভার অন্যতম কবি দৌলত কাজীর রচনা।
ক) আলাওল
খ) কোরেশী মাগন
গ) দৌলত কাজী
ঘ) সৈয়দ সুলতান
Note : মধ্যযুগের কবি দৌলত কাজী রচিত 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যটি লৌকিক প্রণয়কাহিনি বা আখ্যানমূলক কাব্যের প্রথম উদাহরণ হিসেবে পরিচিত।
ক) সৈয়দ সুলতান ও মুহাম্মদ কবির
খ) মহাকবি আলাওল ও দৌলত কাজী
গ) মহাকবি আলাওল ও সৈয়দ সুলতান
ঘ) কালীরাম দাস ও মহাকবি আলাওল
Note : মহাকবি আলাওল এবং দৌলত কাজী ছিলেন আরাকান রাজসভার দুইজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি যারা এই রাজসভার পৃষ্ঠপোষকতায় তাদের শ্রেষ্ঠ কাব্যগুলো রচনা করেন।
জব সলুশন