যদি থাকে বন্ধুর মন কইতে পারে কতক্ষণ’- এটি কোন প্রকারের লোকসাহিত্য?
ক) প্রবাদ
খ) ধাঁধা
গ) ছড়া
ঘ) উপকথা
বিস্তারিত ব্যাখ্যা:
এটি একটি প্রচলিত সংক্ষিপ্ত বাক্য যা অভিজ্ঞতালব্ধ কোনো গভীর অর্থ বা সত্য প্রকাশ করে তাই এটি প্রবাদ।
Related Questions
ক) হরপ্রসাদ শাস্ত্রী
খ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
গ) চন্দ্রকুমার দে
ঘ) চন্দ্র সেন
Note : চন্দ্রকুমার দে মূলত বিভিন্ন অঞ্চল থেকে এই লোকপালাগুলি সংগ্রহ করেন এবং দীনেশচন্দ্র সেন তা সম্পাদনা করে প্রকাশ করেন।
ক) নদের চাঁদ
খ) আলাদ
গ) মদিনা
ঘ) মালুয়া
Note : মালুয়া একটি সম্পূর্ণ পালাগানের নাম। নদের চাঁদ ও মদিনা দুটি পালাগানের প্রধান চরিত্র।
ক) মধ্যযুগের গীতিকবিতা
খ) পূর্ববঙ্গ গীতিকা
গ) নাথ গীতিকা
ঘ) মৈমনসিংহ গীতিকা
Note : দেওয়ানা মদিনা' মনসুর বয়াতি রচিত এবং এটি দীনেশচন্দ্র সেন সম্পাদিত 'মৈমনসিংহ গীতিকা' সংকলনের অন্তর্গত। 'মৈমনসিংহ গীতিকা' হলো 'পূর্ববঙ্গ গীতিকা'র একটি অংশ।
ক) মহুয়া
খ) চন্দ্রাবতী
গ) দেওয়ানা মদিনা
ঘ) মনুয়া
Note : দেওয়ানা মদিনা' পালাটির রচয়িতা হিসেবে মনসুর বয়াতি । মহুয়া পালার রচয়িতা দ্বিজ কানাই এবং চন্দ্রাবতী পালার রচয়িতা দ্বিজ ঈশান।
ক) পদ্মাবতী
খ) বিদ্যাসাগর
গ) পদ্মিনী উপাখ্যান
ঘ) জয়চন্দ্র চক্রবর্তী
জব সলুশন