'গোপীচন্দ্রের সন্ন্যাস' খ্যাত মধ্যযুগের কবির বাড়ি রাজশাহী-
ক) সগুসরপুর গ্রামে
খ) সিন্দুর কুসুম গ্রামে
গ) কাপাসিয়া গ্রামে
ঘ) বিজয়নগর গ্রামে
বিস্তারিত ব্যাখ্যা:
'গোপীচন্দ্রের সন্ন্যাস' কাব্যটি মূলত শেখ ফয়জুল্লাহ রচিত। গবেষকদের মতে তাঁর বাড়ি ছিল রাজশাহী জেলার সিন্দুর কুসুম গ্রামে।
Related Questions
ক) নোয়াখালী
খ) শ্রীহট্ট
গ) বগুড়া
ঘ) রাজশাহী
Note : মধ্যযুগের কবি শেখ ফয়জুল্লাহ যিনি 'গাজী বিজয়ের পুঁথি' ও 'গোরক্ষ বিজয়' এর মতো গ্রন্থ রচনা করেন তিনি রাজশাহী জেলার অধিবাসী ছিলেন বলে গবেষকদের ধারণা।
ক) রাজনীতিক
খ) ভাষাবিজ্ঞানী
গ) বৈজ্ঞানিক
ঘ) কবি
Note : জর্জ আব্রাহাম গ্রিয়াসন ছিলেন একজন প্রখ্যাত আইরিশ ভাষাবিজ্ঞানী এবং প্রশাসনিক কর্মকর্তা। তিনি বিখ্যাত 'Linguistic Survey of India'-এর জন্য সুপরিচিত।
ক) কবিতা গান
খ) ছড়া গান ধাঁধা প্রবাদ-প্রবচন
গ) উপন্যাস নাটক
ঘ) প্রাচীন চিত্রকলা
Note : লোকসাহিত্য হলো লোকসমাজে প্রচলিত মৌখিক ঐতিহ্য যার মধ্যে ছড়া গান ধাঁধা প্রবাদ প্রবচন লোককাহিনি গীতিকা ইত্যাদি অন্তর্ভুক্ত।
ক) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
খ) প্রফেসর মযহারুল ইসলাম
গ) জসীমউদ্দীন
ঘ) মুহম্মদ মনসুর উদ্দীন
Note : অধ্যাপক মযহারুল ইসলাম বাংলাদেশের একজন প্রধান লোকসাহিত্যিক ও ফোকলোর গবেষক যিনি আন্তর্জাতিক অঙ্গনে লোকসাহিত্য গবেষণায় উল্লেখযোগ্য খ্যাতি অর্জন করেছেন।
জব সলুশন