‘বেহুলা-লখিন্দরের’ কাহিনি পাওয়া যায় কোন মঙ্গলকাব্যে?
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারায় অন্যতম প্রধান কাব্য মনসামঙ্গল কাব্য।এ কাব্যের মূল উপজীব্য চাদ সদাগরের উপর দেবী মনসার অত্যাচার, চাদের পুত্র লাখিন্দরের সর্পাঘাতে মৃত্যু ও পুত্রবধু বেহুলার আত্মত্যাগের উপাখ্যান। এই কাব্যে সেযুগের হিন্দু বাঙ্গালি সমাজের সমাজব্যবস্থা, অর্থনীতি, আচার অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে নানা বর্ণনা পাওয়া যায়।
Related Questions
- বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারার প্রাচীনতম কাব্য 'মনসামঙ্গল' ।
- সাপের দেবী মনসার স্তব, স্তুতি, কাহিনী ইত্যাদি নিয়ে রচিত কাব্য মনসামঙ্গল।
- 'মনসামঙ্গল' কাব্যের অপর নাম 'পদ্মাপুরাণ' ।
- মনসামঙ্গল কাব্যের আদি কবি - কানাহরি দত্ত;
- শ্রেষ্ঠ কবি হিসাবে বিবেচনা করা হয় - দ্বিজ বংশীদাশকে।
- এই কাব্যের চরিত্রঃ বেহুলা, দেবী মনসা, লক্ষীন্দর, চাঁদ সওদাগর প্রমুখ।
জব সলুশন