'আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?” রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি-
ক) কর্মে ২য়া
খ) করণে ৭মী
গ) অপাদানে ৫মী
ঘ) অপাদানে ৭মী
বিস্তারিত ব্যাখ্যা:
ডরাই' ক্রিয়ার সাথে 'রাঘবে' পদটির সম্পর্ক 'কার থেকে বা কাকে ভয় পাওয়া' অর্থে ব্যবহৃত হয়েছে। ভয় পাওয়া অর্থে যা থেকে ভয় উৎপন্ন হয় তা অপাদান কারক। 'রাঘবে' শব্দে 'এ' বিভক্তি থাকায় এটি অপাদানে ৭মী বিভক্তি।
Related Questions
ক) 25
খ) 16
গ) 4
ঘ) 9
Note : 4x² - 12x কে পূর্ণবর্গ করতে হলে (a-b)² = a² - 2ab + b² এই সূত্র ব্যবহার করতে হবে। এখানে a² = 4x² অর্থাৎ a = 2x। -2ab = -12x হলে -2(2x)b = -12x সুতরাং -4xb = -12x অর্থাৎ b = 3। অতএব b² = 3² = 9 যোগ করলে রাশিটি (2x - 3)² একটি পূর্ণবর্গ হবে।
ক) ম্যাকিয়াভেলি
খ) সক্রেটিস
গ) এরিস্টটল
ঘ) প্লেটো
ক) হেমিস্ফিয়ার
খ) স্ট্রাটোস্ফিয়ার
গ) আয়নোস্ফিয়ার
ঘ) ট্রপোস্ফিয়ার
Note : বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার স্তরে ওজোন স্তর অবস্থিত যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে।
ক) করণে ৭মী
খ) অপাদানে ৭মী
গ) অধিকরণে ৭মী
ঘ) কর্মে ৭মী
Note : ‘ব্যাকরণে’ শব্দটি পণ্ডিত হওয়ার ক্ষেত্র বা বিষয়কে নির্দেশ করে যা অধিকরণ কারকের অন্তর্ভুক্ত। এখানে ‘এ’ বিভক্তি থাকায় এটি অধিকরণে ৭মী বিভক্তি।
ক) 31%
খ) 20%
গ) 21%
ঘ) 30%
Note :
যদি কোনো পণ্যের দাম x% বৃদ্ধি পায় তাহলে ব্যয় অপরিবর্তিত রাখতে ব্যবহার কমানোর সূত্র হলো (x / (100+x)) × 100%। এখানে দাম ২৫% বৃদ্ধি পেয়েছে তাই ব্যবহার কমাতে হবে (২৫ / (১০০+২৫)) × ১০০% = (২৫ / ১২৫) × ১০০% = (১/৫) × ১০০% = ২০%।
জব সলুশন