কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
Related Questions
- পদ বা পদাবলী বলতে বুঝায়- পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা।
- সংস্কৃত ভাষায় বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা- জয়দেব।
- বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা/প্রথম পদকর্তা/আদি কবি- জয়দেব।
- বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা/প্রথম পদকর্তা/আদি কবি- বিদ্যাপতি (অপশনে “জয়দেব” না থাকলেই কেবল বিদ্যাপতি হবে, কিন্তু জয়দেব থাকলে অবশ্যই জয়দেব উত্তর হবে)।
- বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা/প্রথম পদকর্তা/আদি কবি- চণ্ডীদাস (অপশনে যাই থাকুকনা কেন “বাংলা ভাষায়” কথাটি উল্লেখ থাকলে উত্তর হবে চণ্ডীদাস)।
- প্রশ্নে কোনো ভাষার উল্লেখ না করে যদি বলা হয় "পদাবলির প্রথম কবি কে?" তখন উত্তর হবে- বিদ্যাপতি।
মর্সিয়া সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি হলেন শেররাজ। তার ল্লেখযোগ্য অবদান ‘কাশিমের লড়াই’।
✿✿ কিছু কনফিউশান উত্তরঃ
১) মীর মশাররোফ হোসেন এর মৃত্যু ?- ১৯১১/১৯১২। =১৯১১
২) সুলতানার স্বপ্ন – গ্রন্থ / উপন্যাস ? = গ্রন্থ
৩) ঠাকুরমার ঝুলি কোনধরনের রচনা ?- রুপকথা/ উপকথা/.? =রুপকথা
৪) কাশিমের লড়াই কার- আলাওল/ শেররাজ? =শেররাজ
জব সলুশন