ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা-

ক) প্রভাবতী সম্ভাষণ
খ) জীবন চরিত
গ) বেতালপঞ্চবিংশতি
ঘ) সীতার বনবাস
বিস্তারিত ব্যাখ্যা:
প্রভাবতী সম্ভাষণ' (১৮৬৩) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি মৌলিক শোকগাথা যা তিনি তার প্রিয় ছাত্রী প্রভাবতীর অকাল প্রয়াণে রচনা করেন। জীবন চরিত বেতালপঞ্চবিংশতি ও সীতার বনবাস তার অনুবাদ বা অবলম্বনে রচিত গ্রন্থ।

Related Questions

ক) বাংলা ভাষায়
খ) হিন্দি ভাষায়
গ) সংস্কৃত ভাষায়
ঘ) ব্রজবুলি ভাষায়
ক) কালিদাস
খ) জয়দেব
গ) বিশাখা দত্ত
ঘ) ভট্ট নারায়ণ
Note : মহাকবি কালিদাস ছিলেন এই অমর নাটকের রচয়িতা যা বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত।
ক) প্রভাবতী সম্ভাষণ
খ) শকুন্তলা
গ) ভ্রান্তিবিলাস
ঘ) সীতার বনবাস
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' উইলিয়াম শেক্সপিয়রের 'কমেডি অফ এররস' নাটকের একটি বাংলা গদ্য অনুবাদ।
ক) মার্চেন্ট অব ভেনিস
খ) অ্যা মিডসামার নাইটস ড্রিম
গ) টেমিং অব দ্যা শ্রু
ঘ) কমেডি অব এররস
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত কমেডি 'কমেডি অফ এররস' নাটকের বাংলা গদ্য রূপ।
ক) ভ্রান্তিবিলাস
খ) সংস্কৃত সাহিত্যের ইতিহাস
গ) প্রভাবতী সম্ভাষণ
ঘ) বেতালপঞ্চবিংশতি
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'বেতালপঞ্চবিংশতি' (১৮৪৭) বাংলা গদ্য সাহিত্যের প্রথম সার্থক গ্রন্থ হিসেবে বিবেচিত এবং এর মাধ্যমেই বাংলা গদ্যের আধুনিক যুগের সূচনা হয়।
ক) প্রেসিডেন্সি কলেজ
খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
গ) বিদ্যাসাগর কলেজ
ঘ) সংস্কৃত কলেজ
Note : ঈশ্বরচন্দ্রকে 'বিদ্যাসাগর' উপাধি প্রদান করেছিল ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ থেকে অসাধারণ পাণ্ডিত্য ও জ্ঞান অর্জনের স্বীকৃতিস্বরূপ 'বিদ্যাসাগর' উপাধি লাভ করেন।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন