Change the following speech into indirect form. "By God, I am telling the truth, he said.

ক) Swearing by God he said that he was telling the truth.
খ) He said that God was telling the truth.
গ) Saying by God he was telling the truth.
ঘ) None of the above.
বিস্তারিত ব্যাখ্যা:
By God এর মতো শপথ বা দৃঢ় উক্তি পরোক্ষ উক্তিতে "swearing by God" বা "swore by God" দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যক্ষ উক্তির "am telling" (Present Continuous) পরোক্ষ উক্তিতে "was telling" (Past Continuous) এ পরিবর্তিত হয়। Option A এই নিয়মগুলো সঠিকভাবে প্রয়োগ করেছে।

Related Questions

ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
Note :

'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' - - মাইকেল মধুসূদন দত্তের রচনা।

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা।

মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য।

তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থাবলি হলো দ্য ক্যাপটিভ লেডি, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী (নাটক), পদ্মাবতী (নাটক), বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা, তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, হেকটর বধ ইত্যাদি। মাইকেলের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন। মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় মৃত্যু হয় এই মহাকবির।

ক) রত্নাবতী
খ) সীতার বনবাস
গ) মায়াকানন
ঘ) রামচরিত মানস
ক) বসন্তকুমারী
খ) জমিদার দর্পণ
গ) কৃষ্ণকুমারী
ঘ) শর্মিষ্ঠা
ক) অশোক
খ) সাজাহান
গ) সরোজিনী
ঘ) কৃষ্ণকুমারী
Note :

বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক ' সাজাহান' (প্রদত্ত অপশনগুলোর মধ্যে) । বাংলা সাহিত্যের অন্যান্য ঐতিহাসিক নাটকগুলো হলো - 'সিরাজদ্দৌলা ' (১৯০৫) , 'মীর কাসিম' (১৯০৬) , 'ছত্রপতি শিবাজী '(১৯০৭) , 'তারাবাঈ' (১৯০৩) ,'নূরজাহান ' (১৯০৮) , 'চন্দ্রগুপ্ত' (১৯১১) , 'সিংহল বিজয়' (১৯১৬) ইত্যাদি।

ক) ভদ্রার্জুন
খ) পদ্মাবতী
গ) শর্মিষ্ঠা
ঘ) কৃষ্ণকুমারী
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) সমরেশ বসু
ঘ) কাজী নজরুল ইসলাম

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - অফিস অ্যাসিস্ট্যান্ট (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন