If I were you, I wouldn't go, he said. The indirect speech is -

ক) He told me to stay with me
খ) He asked me not to go
গ) He advised me against going
ঘ) He advised me never to go
বিস্তারিত ব্যাখ্যা:
"If I were you, I wouldn't go" বাক্যটি উপদেশ দেওয়ার একটি রূপ, বিশেষত কোনো কিছু না করার উপদেশ। এক্ষেত্রে "advised" রিপোর্টিং ভার্বটি সবচেয়ে উপযুক্ত যা "against" এবং ক্রিয়াপদের gerund ফর্ম ("going") দ্বারা অনুসরণ করা হয়। Option C সঠিকভাবে "advised me against going" ব্যবহার করেছে।

Related Questions

ক) I advised him to wait.
খ) I ordered him to wait.
গ) I requested him to wait.
ঘ) I told him to wait.
Note : If I were you I'd wait বাক্যটি উপদেশ দেওয়ার একটি সাধারণ উপায়। তাই পরোক্ষ উক্তিতে "advised" রিপোর্টিং ভার্বটি সবচেয়ে উপযুক্ত। এখানে "him" অবজেক্টটি উহ্য ছিল। Option A এই উপদেশকে নির্ভুলভাবে প্রতিফলিত করে।
ক) He advised me to do the work.
খ) He told me to do the work.
গ) He asked me to do the work.
ঘ) He told that I should do the work.
Note : প্রত্যক্ষ উক্তিতে "had better" সাধারণত উপদেশ বা পরামর্শ বোঝায়। তাই পরোক্ষ উক্তিতে "advised" রিপোর্টিং ভার্বটি সবচেয়ে উপযুক্ত। "advised me" এর পরে "to do the work" ইনফিনিটিভ ফর্ম বসে। Option A এই নিয়মটি সঠিকভাবে প্রয়োগ করেছে।
ক) He said he had been working since sunrise.
খ) He said that he has worked for sunrise.
গ) He said that he has been working since sunrise.
ঘ) He said that he is working since sunrise.
Note : যখন প্রত্যক্ষ উক্তি "have been working" (Present Perfect Continuous) পরোক্ষ উক্তিতে পরিবর্তিত হয় এবং রিপোর্টিং ভার্ব "said" অতীতে থাকে তখন কাল পরিবর্তিত হয়ে "had been working" (Past Perfect Continuous) হয়। Option A এই কাল পরিবর্তন সঠিকভাবে নির্দেশ করে।
ক) Swearing by Allah, he replied that he will not leave the house.
খ) Swearing by Allah, he replied that he won't leave the house.
গ) Swearing by Allah, he replied that he would not leave the house.
ঘ) None of the above.
Note : By Allah শপথকে পরোক্ষ উক্তিতে "Swearing by Allah" দিয়ে শুরু করা হয়। রিপোর্টিং ভার্ব "replied" অতীতে থাকায় প্রত্যক্ষ উক্তির "will not" (Future Simple) পরোক্ষ উক্তিতে "would not" এ পরিবর্তিত হয়। Option C এই পরিবর্তনগুলো সঠিকভাবে করেছে। Option A এবং B ভুলভাবে "will" বা "won't" ধরে রেখেছে যা পরোক্ষ উক্তিতে সঠিক কাল পরিবর্তন নয়।
ক) Swearing by God he said that he was telling the truth.
খ) He said that God was telling the truth.
গ) Saying by God he was telling the truth.
ঘ) None of the above.
Note : By God এর মতো শপথ বা দৃঢ় উক্তি পরোক্ষ উক্তিতে "swearing by God" বা "swore by God" দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যক্ষ উক্তির "am telling" (Present Continuous) পরোক্ষ উক্তিতে "was telling" (Past Continuous) এ পরিবর্তিত হয়। Option A এই নিয়মগুলো সঠিকভাবে প্রয়োগ করেছে।
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
Note :

'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' - - মাইকেল মধুসূদন দত্তের রচনা।

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা।

মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য।

তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থাবলি হলো দ্য ক্যাপটিভ লেডি, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী (নাটক), পদ্মাবতী (নাটক), বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা, তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, হেকটর বধ ইত্যাদি। মাইকেলের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন। মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় মৃত্যু হয় এই মহাকবির।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - অফিস অ্যাসিস্ট্যান্ট (19-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন