পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত?
ক) আংকারা
খ) লিসবন
গ) কাজাখস্তান
ঘ) ইস্তাম্বুল
বিস্তারিত ব্যাখ্যা:
ইস্তাম্বুল শহরটি তুরস্কের একটি প্রধান শহর যা ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত। বসফরাস প্রণালী এই শহরটিকে দুই মহাদেশে বিভক্ত করেছে।
Related Questions
ক) গারোদের
খ) মারমাদের
গ) কুকিদের
ঘ) চাকমাদের
Note : 'ওয়ানগালা' উৎসব বাংলাদেশের গারো উপজাতির একটি প্রধান ফসল তোলার উৎসব। এটি সূর্যদেবতা সালজং এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠিত হয়।
ক) ষোল শতকে
খ) আঠারো শতকে
গ) সতেরো শতকে
ঘ) উনিশ শতকে
Note : শিল্প বিপ্লব মূলত আঠারো শতকে (১৭৬০ এর দশক থেকে ১৮৪০ এর দশক পর্যন্ত) সংঘটিত হয়েছিল। এই সময়কালে উৎপাদন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আসে।
ক) বাগেরহাট
খ) সিলেট
গ) সাতক্ষীরা
ঘ) খুলনা
Note : ভোমরা স্থলবন্দরটি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অবস্থিত। এটি বাংলাদেশ-ভারত সীমান্তের একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর।
ক) মাচুপিচু
খ) পেনিকো
গ) কোরাল
ঘ) কুস্কো
Note : সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া ৩৫০০ বছরের পুরোনো শহরটির নাম পেনিকো। মাচুপিচু ইনকা সভ্যতার একটি সুপরিচিত প্রাচীন শহর কিন্তু এটি ৩৫০০ বছরের পুরোনো নয়।
ক) ১৭ সেপ্টেম্বর,১৯৪৭
খ) ১৭ অক্টোবর,১৯৭৪
গ) ২৭ অক্টোবর,১৯৭৪
ঘ) ২৭ সেপ্টেম্বর,১৯৭৪
Note : বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর তারিখে জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে যোগদান করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই বছরের ২৫শে সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেন।
ক) ফ্রাংক
খ) ডলার
গ) ইউরো
ঘ) পাউন্ড
Note : ফ্রান্সের বর্তমান মুদ্রার নাম ইউরো (Euro)। ২০০২ সালের ১লা জানুয়ারি থেকে ইউরো চালু হওয়ার আগে ফ্রান্সের মুদ্রা ছিল ফ্রাঙ্ক। যেহেতু প্রশ্নটি বর্তমান মুদ্রা জানতে চাইছে তাই ইউরো সঠিক উত্তর।
জব সলুশন