সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া ৩৫০০ বছরের পুরোনো শহরের নাম কী?

ক) মাচুপিচু
খ) পেনিকো
গ) কোরাল
ঘ) কুস্কো
বিস্তারিত ব্যাখ্যা:
সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া ৩৫০০ বছরের পুরোনো শহরটির নাম পেনিকো। মাচুপিচু ইনকা সভ্যতার একটি সুপরিচিত প্রাচীন শহর কিন্তু এটি ৩৫০০ বছরের পুরোনো নয়।

Related Questions

ক) ১৭ সেপ্টেম্বর,১৯৪৭
খ) ১৭ অক্টোবর,১৯৭৪
গ) ২৭ অক্টোবর,১৯৭৪
ঘ) ২৭ সেপ্টেম্বর,১৯৭৪
Note : বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর তারিখে জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে যোগদান করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই বছরের ২৫শে সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেন।
ক) ফ্রাংক
খ) ডলার
গ) ইউরো
ঘ) পাউন্ড
Note : ফ্রান্সের বর্তমান মুদ্রার নাম ইউরো (Euro)। ২০০২ সালের ১লা জানুয়ারি থেকে ইউরো চালু হওয়ার আগে ফ্রান্সের মুদ্রা ছিল ফ্রাঙ্ক। যেহেতু প্রশ্নটি বর্তমান মুদ্রা জানতে চাইছে তাই ইউরো সঠিক উত্তর।
ক) 100
খ) 111
গ) 1
ঘ) 199
Note : তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণসংখ্যা হলো ১০০। ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো এক অঙ্কের এরপর ১০ থেকে ৯৯ পর্যন্ত দুই অঙ্কের এবং ১০০ থেকে ৯৯৯ পর্যন্ত তিন অঙ্কের সংখ্যা। এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা ১০০।
ক) 30
খ) 25
গ) 20
ঘ) 15
Note : আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)। এখানে পরিসীমা ৪০ মিটার এবং প্রস্থ ৫ মিটার। সুতরাং ২ × (দৈর্ঘ্য + ৫) = ৪০। দৈর্ঘ্য + ৫ = ৪০/২ = ২০। দৈর্ঘ্য = ২০ - ৫ = ১৫ মিটার।
ক) ৮টি
খ) ১০টি
গ) ১১টি
ঘ) ১২টি
Note : ১ ডজন বা ১২টি ডিমের দাম ৫৪ টাকা। তাহলে ১টি ডিমের দাম ৫৪/১২ = ৪.৫ টাকা। ৪৫ টাকায় ডিম পাওয়া যাবে ৪৫/৪.৫ = ১০টি।
ক) ৮০ ফুট
খ) ৭৪ ফুট
গ) ৭২ ফুট
ঘ) ৮২ ফুট
Note : মনে করি খুঁটির মোট দৈর্ঘ্য x ফুট। তাহলে মাটির নিচে আছে x/২ অংশ এবং পানিতে আছে x/৩ অংশ। বাকি অংশ পানির উপরে যা ১২ ফুট। সুতরাং x - (x/২ + x/৩) = ১২। x - (৩x+২x)/৬ = ১২। x - ৫x/৬ = ১২। (৬x-৫x)/৬ = ১২। x/৬ = ১২। x = ৭২ ফুট।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন