একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪০ মিটার। এর প্রস্থ ৫ মিটার হলে, দৈর্ঘ্য কত মিটার?

ক) 30
খ) 25
গ) 20
ঘ) 15
বিস্তারিত ব্যাখ্যা:
আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)। এখানে পরিসীমা ৪০ মিটার এবং প্রস্থ ৫ মিটার। সুতরাং ২ × (দৈর্ঘ্য + ৫) = ৪০। দৈর্ঘ্য + ৫ = ৪০/২ = ২০। দৈর্ঘ্য = ২০ - ৫ = ১৫ মিটার।

Related Questions

ক) ৮টি
খ) ১০টি
গ) ১১টি
ঘ) ১২টি
Note : ১ ডজন বা ১২টি ডিমের দাম ৫৪ টাকা। তাহলে ১টি ডিমের দাম ৫৪/১২ = ৪.৫ টাকা। ৪৫ টাকায় ডিম পাওয়া যাবে ৪৫/৪.৫ = ১০টি।
ক) ৮০ ফুট
খ) ৭৪ ফুট
গ) ৭২ ফুট
ঘ) ৮২ ফুট
Note : মনে করি খুঁটির মোট দৈর্ঘ্য x ফুট। তাহলে মাটির নিচে আছে x/২ অংশ এবং পানিতে আছে x/৩ অংশ। বাকি অংশ পানির উপরে যা ১২ ফুট। সুতরাং x - (x/২ + x/৩) = ১২। x - (৩x+২x)/৬ = ১২। x - ৫x/৬ = ১২। (৬x-৫x)/৬ = ১২। x/৬ = ১২। x = ৭২ ফুট।
ক) 36
খ) -14
গ) 32
ঘ) 35
Note :


দেওয়া আছে —
a+b=4,ab=15
a²+b² = (a+b)² −2ab


a²+b² =4²−2×15
= 16 − 30
=−14

ক) ২/১২
খ) ৩/১১
গ) ৪/১৫
ঘ) ৪/১৩
Note :

ভগ্নাংশগুলোকে দশমিকে রূপান্তর করে তুলনা করা সহজ। ২/১২ ≈ ০.১৬৬; ৩/১১ ≈ ০.২৭২; ৫/৮ = ০.৬২৫; ৪/১৩ ≈ ০.৩০৭। এই মানগুলোর মধ্যে ০.১৬৬ (২/১২) হলো সবচেয়ে ছোট।ী সঠিক উত্তর A (২/১২)

ক) 339
খ) 341
গ) 340
ঘ) 342
Note : যদি সংখ্যাটি x হয় তবে x - ৩০১ = ৩৮১ - x। সমীকরণটি সমাধান করলে পাই 2x = ৩৮১ + ৩০১ = ৬৮২। সুতরাং x = ৬৮২/২ = ৩৪১।
ক) (√3/2)a²
খ) (3/2)a²
গ) a²/2√3
ঘ) (√3/4)a²
Note : সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো (√3/4)a² যেখানে 'a' হলো বাহুর দৈর্ঘ্য। এখানে a=৯ একক। সুতরাং ক্ষেত্রফল = (√3/4) × ৯² = (√3/4) × ৮১ = (৮১√3)/৪ বর্গ একক। এই সূত্র এবং সাধারণ ফর্ম্যাটটি অপশন D দ্বারা নির্দেশিত।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন