একটি খুঁটির অর্ধাংশ মাটির নীচে, এক তৃতীয়াংশ পানি মধ্যে এবং ১২ ফুট পানির উপরে আছে, খুঁটির দৈর্ঘ্য কত?

ক) ৮০ ফুট
খ) ৭৪ ফুট
গ) ৭২ ফুট
ঘ) ৮২ ফুট
বিস্তারিত ব্যাখ্যা:
মনে করি খুঁটির মোট দৈর্ঘ্য x ফুট। তাহলে মাটির নিচে আছে x/২ অংশ এবং পানিতে আছে x/৩ অংশ। বাকি অংশ পানির উপরে যা ১২ ফুট। সুতরাং x - (x/২ + x/৩) = ১২। x - (৩x+২x)/৬ = ১২। x - ৫x/৬ = ১২। (৬x-৫x)/৬ = ১২। x/৬ = ১২। x = ৭২ ফুট।

Related Questions

ক) 36
খ) -14
গ) 32
ঘ) 35
Note :


দেওয়া আছে —
a+b=4,ab=15
a²+b² = (a+b)² −2ab


a²+b² =4²−2×15
= 16 − 30
=−14

ক) ২/১২
খ) ৩/১১
গ) ৪/১৫
ঘ) ৪/১৩
Note :

ভগ্নাংশগুলোকে দশমিকে রূপান্তর করে তুলনা করা সহজ। ২/১২ ≈ ০.১৬৬; ৩/১১ ≈ ০.২৭২; ৫/৮ = ০.৬২৫; ৪/১৩ ≈ ০.৩০৭। এই মানগুলোর মধ্যে ০.১৬৬ (২/১২) হলো সবচেয়ে ছোট।ী সঠিক উত্তর A (২/১২)

ক) 339
খ) 341
গ) 340
ঘ) 342
Note : যদি সংখ্যাটি x হয় তবে x - ৩০১ = ৩৮১ - x। সমীকরণটি সমাধান করলে পাই 2x = ৩৮১ + ৩০১ = ৬৮২। সুতরাং x = ৬৮২/২ = ৩৪১।
ক) (√3/2)a²
খ) (3/2)a²
গ) a²/2√3
ঘ) (√3/4)a²
Note : সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো (√3/4)a² যেখানে 'a' হলো বাহুর দৈর্ঘ্য। এখানে a=৯ একক। সুতরাং ক্ষেত্রফল = (√3/4) × ৯² = (√3/4) × ৮১ = (৮১√3)/৪ বর্গ একক। এই সূত্র এবং সাধারণ ফর্ম্যাটটি অপশন D দ্বারা নির্দেশিত।
ক) 5
খ) 7
গ) 6
ঘ) 8
Note : এখানে দ্বিতীয় সংখ্যাটি উভয় গুণফলেই বিদ্যমান। ৩৫ এর উৎপাদক: ১ ৫ ৭ ৩৫। ৬৩ এর উৎপাদক: ১ ৩ ৭ ৯ ২১ ৬৩। উভয় সংখ্যার সাধারণ উৎপাদকগুলোর মধ্যে ৭ একটি সাধারণ উৎপাদক যা ৩৫ ও ৬৩ উভয়েরই উৎপাদক। তাই দ্বিতীয় সংখ্যাটি ৭।
ক) ৩৩/৫৫
খ) ৩/৫
গ) ৮/১১
ঘ) ১৩/২৭
Note :

২/৩= ০.৬৬৭

৩৩/৫০= ০.৬৬

৮/১১= ০.৭২৭

৩/৫= ০.৬

১১/১৭= ০.৬৪৭

ভগ্নাংশগুলোর মধ্যে ৮/১১ এর মান ২/৩ এর থেকে বড়।

উত্তরঃ ৮/১১

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন