বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
-বাংলাদেশের দীর্ঘতম নদী- পদ্মা(দৈর্ঘ-৩৪১ কি.মি.)
-এটি হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। এরপর পদ্মা নামে অতিবাহিত হয়ে চাঁদপুরে নিকট মেঘনার সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
-বাংলাদেশের প্রশস্ততম ও গভীরতম নদী মেঘনা। এর দৈর্ঘ্য ৩৩০ কিমি। মেঘনা নদীর সর্বোচ্চ গভীরতা ১৬২০ফিট(৪৯০মিটার) এবং গড় গভীরতা ১০১২ফিট(৩০৮মিটার)।
সূত্র- জাতীয় নদী রক্ষা কমিশন
Related Questions
স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে ১১টি (বিভক্ত করেন কর্নেল এম এ জি ওসমানী) সেক্টরে বিভক্ত করা হয়েছিল ১১ জুলাই, ১৯৭১ সালে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ৬৪টি সাব - সেক্টরে ভাগ করা হয়। ১০নং সেক্টর সরাসরি প্রধান সেনাপতির অধীনে ছিল। সম্মুখ সমরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য ৩টি (জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স) নিয়মিত ব্রিগেড গঠন করা হয়।
জব সলুশন