বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?

ক) মেঘনা
খ) ব্রহ্মপুত্র
গ) পদ্মা
ঘ) যমুনা
বিস্তারিত ব্যাখ্যা:

-বাংলাদেশের দীর্ঘতম নদী- পদ্মা(দৈর্ঘ-৩৪১ কি.মি.)
-এটি হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। এরপর পদ্মা নামে অতিবাহিত হয়ে চাঁদপুরে নিকট মেঘনার সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

-বাংলাদেশের প্রশস্ততম ও গভীরতম নদী মেঘনা। এর দৈর্ঘ্য ৩৩০ কিমি। মেঘনা নদীর সর্বোচ্চ গভীরতা ১৬২০ফিট(৪৯০মিটার) এবং গড় গভীরতা ১০১২ফিট(৩০৮মিটার)।
সূত্র- জাতীয় নদী রক্ষা কমিশন

Related Questions

ক) 2014
খ) 2018
গ) 2022
ঘ) 2004
Note : বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালে প্রণীত হয়। এটি মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ দমনে একটি আধুনিক ও যুগোপযোগী আইন।
ক) বাংলাদেশ
খ) ভুটান
গ) মালদ্বীপ
ঘ) শ্রীলংকা
Note : ভুটান দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করে। এটি ভূটানের প্রত্যন্ত অঞ্চলে দ্রুত ইন্টারনেট পরিষেবা প্রদানে সাহায্য করবে।
ক) ১১ জুলাই
খ) ২১ এপ্রিল
গ) ১২ সেপ্টেম্বর
ঘ) ১১ এপ্রিল
Note :

স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে ১১টি (বিভক্ত করেন কর্নেল এম এ জি ওসমানী) সেক্টরে বিভক্ত করা হয়েছিল ১১ জুলাই, ১৯৭১ সালে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ৬৪টি সাব - সেক্টরে ভাগ করা হয়। ১০নং সেক্টর সরাসরি প্রধান সেনাপতির অধীনে ছিল। সম্মুখ সমরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য ৩টি (জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স) নিয়মিত ব্রিগেড গঠন করা হয়।

ক) আংকারা
খ) লিসবন
গ) কাজাখস্তান
ঘ) ইস্তাম্বুল
Note : ইস্তাম্বুল শহরটি তুরস্কের একটি প্রধান শহর যা ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত। বসফরাস প্রণালী এই শহরটিকে দুই মহাদেশে বিভক্ত করেছে।
ক) গারোদের
খ) মারমাদের
গ) কুকিদের
ঘ) চাকমাদের
Note : 'ওয়ানগালা' উৎসব বাংলাদেশের গারো উপজাতির একটি প্রধান ফসল তোলার উৎসব। এটি সূর্যদেবতা সালজং এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠিত হয়।
ক) ষোল শতকে
খ) আঠারো শতকে
গ) সতেরো শতকে
ঘ) উনিশ শতকে
Note : শিল্প বিপ্লব মূলত আঠারো শতকে (১৭৬০ এর দশক থেকে ১৮৪০ এর দশক পর্যন্ত) সংঘটিত হয়েছিল। এই সময়কালে উৎপাদন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আসে।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন