৩ × ০ × ০.৩ = ?
ক) 0.9
খ) 0.3
গ) 0.1
ঘ) কোনটিই নয়
বিস্তারিত ব্যাখ্যা:
যেকোন সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল শূন্য হয়। তাই উত্তর হবে ০।
Related Questions
ক) 144
খ) 134
গ) 154
ঘ) 164
Note : ১৬-৬=১০ ২৪-১৪=১০ এবং ৩৬-২৬=১০। সুতরাং নির্ণেয় সংখ্যাটি ১৬ ২৪ ও ৩৬ এর লসাগু থেকে ১০ কম হবে। ১৬ ২৪ ৩৬ এর লসাগু ১৪৪। অতএব সংখ্যাটি ১৪৪-১০ = ১৩৪।
ক) ৪%
খ) ৬%
গ) ৫%
ঘ) ৫.৫০%
Note :
৩০০ টাকার ৪ বছরের সুদ ১২০০ টাকার ১ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ ২৫০০ টাকার ১ বছরের সুদ। মোট সুদ ৩৭০০ টাকার ১ বছরের সুদ ২২২ টাকা। তাই সুদের হার (২২২/৩৭০০)×১০০ = ৬%।
ক) 30
খ) 20
গ) 25
ঘ) 15
Note : এটি গণিত বিষয়ক প্রশ্ন। সংখ্যাটি x হলে ৪x+১০ = ৫x-৫। এই সমীকরণ সমাধান করলে x এর মান ১৫ হবে।
একটি দ্রব্য ১,০০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হত?
ক) 200
খ) 350
গ) 300
ঘ) 250
Note : ১০০০ টাকায় ১৫% লাভে বিক্রয়মূল্য হয় ১১৫০ টাকা। ক্রয়মূল্য ১০% কম হলে হয় ৯০০ টাকা। লাভ = ১১৫০-৯০০ = ২৫০ টাকা।
ক) 32
খ) 56
গ) 36
ঘ) 60
Note : ৪x+৪ এবং ৭x+৪ এর অনুপাত ৩: ৫ হলে x এর মান হয় ৮। তাই ছোট সংখ্যা ৪x = ৪×৮ = ৩২।
ক) কর্মকারকে তৃতীয়া।
খ) অপাদান কারকে শূন্য।
গ) অপাদান কারকে সপ্তমী।
ঘ) অধিকরণ কারকে সপ্ত
Note : পাপে বিরত হও' বাক্যে 'পাপে' অপাদান কারকে সপ্তমী বিভক্তি কারণ এটি বিচ্যুতি বা বিরত থাকা বোঝাচ্ছে। কর্মকারক ক্রিয়ার বিষয় এবং অধিকরণ কারক স্থান কাল নির্দেশ করে।
জব সলুশন