বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে " সকল সময়ে ----চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।" শূন্যস্থান পূরণ করুন।

ক) জনগণের সেবা করিবার
খ) রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
গ) সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
ঘ) সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
বিস্তারিত ব্যাখ্যা:

সংবিধানের ২১(২) বলা হয়েছে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য

Related Questions

ক) ঢাকায়
খ) নারায়ণগঞ্জে
গ) লাহোরে
ঘ) করাচীতে
Note :

তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় - দফা দাবি পেশ করেন।

ঐ সম্মেলন লাহোরে হয়েছিল।

ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন।

ক) ৯ জন
খ) ৭ জন
গ) ৮ জন
ঘ) ১০ জন
Note :

১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর পূর্বে নির্বাচিত সকল মুক্তিযোদ্ধার নামসহ মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়:

বীরশ্রেষ্ঠ - ৭ জন

বীর উত্তম - ৬৮ জন

বীর বিক্রম - ১৭৫ জন

বীর প্রতীক - ৪২৬ জন

ক) তিন নম্বর সেক্টর
খ) দুই নম্বর সেক্টর
গ) চার নম্বর সেক্টর
ঘ) এক নম্বর সেক্টর
Note :

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর দুই নং সেক্টরের অধীনে ছিল। (দুই নং সেক্টরের অধীনে ছিল - নোয়াখালী জেলা, কুমিল্লা জেলার আখাউড়া - ভৈরব রেললাইন পর্যন্ত এবং ফরিদপুর ও ঢাকার অংশবিশেষ)

ক) আগারগাঁওয়ে
খ) ধানমণ্ডি
গ) মগবাজার
ঘ) বনানী
Note :

মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার আগারগাঁও এলাকায় অবস্থিত ।

মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত । এই জাদুঘর বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধ সংক্রান্ত নিদর্শন ও স্মারকচিহ্নসমূহ সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন করে থাকে । ১৯৯৬ সালের ২২ মার্চ ঢাকাস্থ সেগুনবাগিচার একটি পুরনো দ্বিতল বাড়িতে প্রতিষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ জাদুঘর । প্রতিষ্ঠার ২১ বছর পর ১৬ এপ্রিল ২০১৭ জাদুঘরটি আগারগাঁওয়ের নিজস্ব ভবনে নিয়ে যাওয়া হয় ।

ক) a soldier
খ) a thirsty man
গ) avaluable employee
ঘ) a highly paid worker
Note :

If a man is, 'worth his salt.' he is - - - a highly paid worker.

ক) Salt
খ) Salary
গ) Soldiers
ঘ) the Salt Road
Note :

Salarium is a Latin word that means - - - Salary.

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন