ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘন্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় ৪ মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওয়ানার এক ঘণ্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?
দূরত্ব = ৪৫ মাইল
করিম ১ ঘন্টায় যায় ৩ মাইল
অবশিষ্ট দূরত্ব = ৪৫ - ৩ = ৪২ মাইল
রহিম ও করিম প্রতি ঘন্টায় যায় = ৪ + ৩ = ৭ মাইল
৭ মাইল যায় ১ ঘন্টায়
৪২ মাইল যায় (৪২÷৭) = ৬ ঘন্টায়
৬ ঘন্টায় রহিমের অতিক্রান্ত দূরত্ব = ৬×৪ = ২৪ মাইল। (উত্তর)
Related Questions
১ম পাইপ দ্বারা ১ ঘন্টায় ভর্তি হয় ১/৫ অংশ
এবং, ২য় পাইপ দ্বারা ১ ঘন্টায় ভর্তি হয় ১/৩ অংশ
দুইটও পাইপ দ্বারা ১ ঘন্টায় ভর্তি হয় = (১/৫ + ১/৩) = ৮/১৫ অংশ
অতএব, ৮/১৫ অংশ ভর্তি হয় ১ ঘন্টায়
২/৩ অংশ ভর্তি হয় = ১ × ১৫ × ২/ ৮ × ৩ = ৫/৪ ঘন্টায়
20% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য (১০০ + ২০) = ১২০
সুতরাং ক্রয়মূল্য = (১০০÷১২০)*৩৬০০
= ৩০০০ টাকা
আবার,
২০% লোকসানে বিক্রয়মূল্য = (১০০ - ২০) = ৮০
সুতরাং ক্ষতিতে ক্রয়মূল্য = (১০০÷৮০)× ৩৬০০
= ৪৫০০
দুটি পন্যের ক্রয়মূল্য = (৩০০০ + ৪৫০০) = ৭৫০০
দুটি পন্যের বিক্রয়মূল্য = ৩৬০০*২ = ৭২০০
ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে
সুতরাং ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
= ৭৫০০ - ৭২০০ = ৩০০
একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাশ করেছে।
ফেল করেছে = (১০০ - ৩০)% = ৭০%
যারা পাশ করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি।
অর্থাৎ, (১২ + ৩০) বা ৪২ জন পাশ করে নি
ধরি, মোট পরীক্ষার্থী ক জন
ক এর ৭০% = ৪২
⇒ ক × ৭০/১০০ = ৪২
∴ ক = (৪২ × ১০০)/৭০
= ৬০ জন
মেশিন তিনটি দ্বারা ১ ঘন্টায় কাজ করা যায় যথাক্রমে ১/৫, ১/৬, ১/৭ অংশ
অতএব, দুটি মেশিন সর্ব্বোচ্চ ক্ষমতায় কাজ করলে ১/৫ + ১/৬ = ১১/৩০ অংশ কাজ করা যায়
শর্ত মতে ,ক/২+খ/৩ =৪৫
বা , ৩ক +২খ =২৭০ ......(১)
আবার , ক/৫+খ/২ = ৪০
বা ,২ক +৫খ = ৪০০ ......(২)
সমীকরণ ১ x ২ –সমীকরণ ২ x ৩ করে পাই
৬ক+৪খ – ৬ক-১৫খ = ৫৪০-১২০০
বা , ৬খ = ৬৬০
সুতরাং , খ = ৬০ তাহলে ক = ৫০
x + 5y = 16
বা, 3y + 5y = 16 [যেহেতু x = 3y]
বা, 8y = 16
বা, y = 16/8
সুতরাং y = 2
জব সলুশন