Something is better than -.

ক) everything
খ) nothing
গ) anything
ঘ) all
বিস্তারিত ব্যাখ্যা:
প্রবাদটি হলো 'Something is better than nothing' যার অর্থ একেবারেই কোনো কিছু না পাওয়ার চেয়ে অল্প হলেও কিছু পাওয়া ভালো। অপশন B 'nothing' এই প্রবাদটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।

Related Questions

ক) strength
খ) power
গ) gravity
ঘ) comfort
Note : বাক্যটি হলো 'Knowledge is power' যার অর্থ জ্ঞান হলো সবচেয়ে বড় শক্তি। অপশন B 'power' বাক্যটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
ক) to feel restricted with less.
খ) to be content with one has
গ) to have greed for more
ঘ) to capture and control
Note : A bird in hand is worth two in the bush' এই প্রবাদটির অর্থ হলো ভবিষ্যতে পাওয়ার অনিশ্চিত আশায় না থেকে বর্তমানে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। অপশন B 'to be content with one has' এই ভাবার্থকে সঠিকভাবে প্রকাশ করে।
ক) মালা টিপলেই বৈরাগী হয় না।
খ) বজ্র আঁটুনি ফসকা গেরো।
গ) বয়সেতে বিজ্ঞ নহে, বিজ্ঞ হয় জ্ঞানে।
ঘ) ফ্যান দিয়ে খায় ভাত, গল্পে মারে দই।
Note : Wisdom goes by learning but not by year' এই প্রবাদটির অর্থ হলো জ্ঞান বা প্রজ্ঞা বয়সের উপর নির্ভর করে না বরং শেখার মাধ্যমে বা অভিজ্ঞতার দ্বারা অর্জিত হয়। অপশন C 'বয়সেতে বিজ্ঞ নহে বিজ্ঞ হয় জ্ঞানে' এই ভাবার্থকে উপযুক্তভাবে প্রকাশ করে।
ক) চোর পালালে বুদ্ধি বাড়ে
খ) চাঁদেও কলঙ্ক আছে
গ) জলেই জল বাঁধে
ঘ) জীবন থাকলেই আশা থাকবে
Note : 'Nothing succeeds like success' এই প্রবাদটির অর্থ হলো সাফল্যই আরও সাফল্য নিয়ে আসে বা সাফল্যের ধারাবাহিকতা নিজেই সাফল্যের সেরা চাবিকাঠি। অপশন C 'জলেই জল বাঁধে' বাংলা প্রবাদটি এই ধারণাকে ইঙ্গিত করে যে সফলতার মাধ্যমে আরও সফলতা অর্জন করা সহজ হয়।
ক) আপন বুদ্ধিতে তর, পরের বুদ্ধিতে মর।
খ) আপন পাঁঠা লেজে কাটি।
গ) আপন ভালো পাগলেও বোঝে।
ঘ) চাচা আপন প্রাণ বাঁচা।
Note : Self-preservation is the first law of nature' এর অর্থ হলো আত্মরক্ষা করা মানুষের সহজাত প্রবৃত্তি এবং জীবনের যেকোনো পরিস্থিতিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাই প্রথম অগ্রাধিকার। অপশন D 'চাচা আপন প্রাণ বাঁচা' এই ভাবার্থকে উপযুক্তভাবে প্রকাশ করে।
ক) Silence is capital
খ) Silence is value
গ) Silence is golden
ঘ) Silence is meritorious
Note : প্রবাদটি হলো 'Silence is golden' যার অর্থ নীরব থাকা অনেক সময় কথা বলার চেয়ে বেশি মূল্যবান বা বুদ্ধিমানের কাজ এবং কম কথা বললে শত্রুতাও কম হয়। অপশন C 'Silence is golden' এই প্রবাদটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।

জব সলুশন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - অফিস অ্যাসিস্ট্যান্ট (19-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন