'Only the wearer knows where the shoe-' (যার জ্বালা সেই জানে)
ক) creaks
খ) turns
গ) pinches
ঘ) pricks
বিস্তারিত ব্যাখ্যা:
প্রবাদ পূরণের প্রশ্ন যার বাংলা ভাবার্থ যার জ্বালা সেই জানে। প্রবাদটি হলো 'Only the wearer knows where the shoe pinches' যার অর্থ যার সমস্যা বা কষ্ট সেই সবচেয়ে ভালো বোঝে। অপশন C 'pinches' এই প্রবাদটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
Related Questions
ক) belief
খ) perception
গ) person
ঘ) adage
Note : বাক্যটিতে একটি প্রচলিত প্রবাদ উল্লেখ করা হয়েছে তাই যে শব্দটি দিয়ে এই ধরনের উক্তিকে বোঝানো হয় সেটিই বসবে। অপশন D'adage' যার অর্থ প্রবাদ বা হিতোপদেশ তাই এটি সঠিক।
ক) house
খ) air
গ) sky
ঘ) carth
Note : বাগধারাটি হলো 'Don't build castles in the air' যার অর্থ অলীক স্বপ্ন দেখা বা অবাস্তব পরিকল্পনা করে সময় নষ্ট করা। অপশন B 'air' বাগধারাটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
ক) likes
খ) deserves
গ) preserves
ঘ) loves
Note : প্রবাদ পূরণের প্রশ্ন যার বাংলা ভাবার্থ কেবল সাহসীরাই সুন্দরীদের যোগ্য। প্রবাদটি হলো 'None but the brave deserves the fair' যার অর্থ কেবলমাত্র সাহসী ব্যক্তিরাই সাফল্য বা যোগ্য বস্তুর অধিকারী হয়। অপশন B 'deserves' সঠিক ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয়ে প্রবাদটিকে নির্ভুলভাবে সম্পূর্ণ করে।
ক) the success
খ) the fair
গ) achievement
ঘ) beautiful
Note : প্রবাদ পূরণের প্রশ্ন যার বাংলা ভাবার্থ বীর ভোগ্যা বসুন্ধরা। প্রবাদটি হলো 'None but the brave deserves the fair' যার অর্থ কেবল সাহসী ব্যক্তিরাই সাফল্য বা সুন্দর কিছু অর্জন করতে পারে। অপশন B 'the fair' এই প্রবাদটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
ক) clever
খ) wicked
গ) drowning
ঘ) poor
Note : বাগধারা পূরণের প্রশ্ন যার বাংলা ভাবার্থ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। বাগধারাটি হলো 'A drowning man catches at a straw' যার অর্থ চরম বিপদে পড়া ব্যক্তি যেকোনো সামান্য অবলম্বনকেও আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। অপশন C 'drowning' বাগধারাটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
ক) group
খ) fly
গ) flock
ঘ) nest
Note : প্রবাদ পূরণের প্রশ্ন যার বাংলা ভাবার্থ চোরে চোরে মাসতুতো ভাই। প্রবাদটি হলো 'Birds of a feather flock together' যার অর্থ একই স্বভাব বা প্রকৃতির মানুষেরা একসাথে মিলিত হয়। অপশন C 'flock' এই প্রবাদটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
জব সলুশন