Faults are thick where love is thin.
ক) ভালোবাসলে ত্রুটি দেখা যায় না।
খ) ত্রুটি ভালোবাসায় বিলীন হয়ে যায়।
গ) যাকে দেখতে নারি তার চলন বাঁকা।
ঘ) ত্রুটি ও ভালোবাসা অভিন্ন
বিস্তারিত ব্যাখ্যা:
Faults are thick where love is thin' এই প্রবাদটির অর্থ হলো যেখানে ভালোবাসা বা স্নেহ কম থাকে সেখানে অন্যের ত্রুটিগুলো বেশি করে চোখে পড়ে। অপশন C 'যাকে দেখতে নারি তার চলন বাঁকা' এই ভাবার্থকে উপযুক্তভাবে প্রকাশ করে।
Related Questions
ক) অতি লৌকিকতা দৃষ্টিকটু।
খ) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
গ) অতি ভক্তি চোরের লক্ষণ।
ঘ) অতি সৌজন্যবোধ ভালো নয়
Note : Too much courtesy too much craft' এই প্রবাদটির অর্থ হলো অতিরিক্ত বিনয় বা ভদ্রতা মাঝে মাঝে কপটতা বা প্রতারণার লক্ষণ হতে পারে। অপশন C 'অতি ভক্তি চোরের লক্ষণ' এই ভাবার্থকে সবচেয়ে উপযুক্তভাবে প্রকাশ করে।
ক) Too many cooks spoil the broth.
খ) Too much courtesy, too much craft.
গ) Grasp all, lose all.
ঘ) To the pure all things are pure.
Note : অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট' প্রবাদটির অর্থ হলো একটি কাজ যখন অনেক লোক মিলে করতে যায় তখন তা ভালোভাবে সম্পন্ন হয় না বা নষ্ট হয়ে যায়। অপশন A 'Too many cooks spoil the broth' এই ভাবার্থকে সবচেয়ে উপযুক্তভাবে প্রকাশ করে।
ক) বিড়াল পানি নয় মাছ পছন্দ করে।
খ) পা না ভিজিয়ে মাছ খায় বিড়াল।
গ) ধরি মাছ না ছুঁই পানি।
ঘ) মাছ পছন্দ কিন্তু পা ভেজাতে অরাজি।
Note : A cat loves fish but is loath to wet her feet' এই প্রবাদটির অর্থ হলো কোনো জিনিস পাওয়ার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও সেই জিনিস পাওয়ার জন্য প্রয়োজনীয় ঝুঁকি বা পরিশ্রম করতে অনিচ্ছুক হওয়া। অপশন C 'ধরি মাছ না ছুঁই পানি' এই ভাবার্থকে সবচেয়ে উপযুক্তভাবে প্রকাশ করে।
ক) মরা হাতি লাখ টাকা দাম।
খ) বিয়ে করতে কড়ি, আর ঘর বাঁধতে দড়ি।
গ) টাকায় টাকা হয়।
ঘ) লক্ষী সদাই চঞ্চল।
Note : Riches have wings' এই প্রবাদটির অর্থ হলো ধনসম্পদ স্থায়ী নয় যেকোনো সময় তা হারাতে পারে। অপশন D 'লক্ষী সদাই চঞ্চল' এই ভাবার্থকে উপযুক্তভাবে প্রকাশ করে।
ক) Misfortunes comes never alone.
খ) Misfortunes never come alone.
গ) Misfortunes never alone comes.
ঘ) Misfortunes comes alone ever.
Note : বিপদ কখনো একা আসে না' এই বাক্যটির অর্থ হলো একটি খারাপ ঘটনা ঘটলে প্রায়শই আরও খারাপ ঘটনা ঘটে। অপশন B 'Misfortunes never come alone' একটি সুপরিচিত ইংরেজি প্রবাদ যা এই ভাবার্থকে সঠিকভাবে প্রকাশ করে।
ক) Honesty is the better way.
খ) Honesty is a good way.
গ) Honesty is the good policy.
ঘ) Honesty is the best policy.
Note : সততা সর্বোৎকৃষ্ট পন্থা' প্রবাদটির অর্থ হলো সততা বা সৎ থাকা সব পরিস্থিতিতেই সর্বোত্তম নীতি। অপশন D 'Honesty is the best policy' একটি সুপরিচিত ইংরেজি প্রবাদ যা এই ভাবার্থকে সঠিকভাবে প্রকাশ করে।
জব সলুশন