'পাঁচ টাকা হলেই চলবে'-এই বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?

ক) Five taka is enough
খ) Five taka is sufficient
গ) Five taka will do
ঘ) Five taka will meet the demand
বিস্তারিত ব্যাখ্যা:
পাঁচ টাকা হলেই চলবে" বাক্যটি দ্বারা বোঝানো হচ্ছে যে পাঁচ টাকা যথেষ্ট বা কার্যসিদ্ধির জন্য যথেষ্ট। 'Will do' মানে "যথেষ্ট হবে" বা "কাজ চলবে"। তাই "Five taka will do" হলো সঠিক অনুবাদ।

Related Questions

ক) চোরটির হাতে হাতকড়া পরানো হয়েছিল
খ) চোরটি হাতেনাতে ধরা পড়েছিল
গ) লাল দাগযুক্ত হাতের চোরটি ধরা পড়েছিল
ঘ) ধরা পড়ার পরে চোরটির হাতে আগুনের সেক দেয়া হয়েছিল
Note : To be caught red-handed" ইডিয়মটির অর্থ হলো কোনো অপরাধ করার সময় হাতেনাতে ধরা পড়া। তাই "চোরটি হাতেনাতে ধরা পড়েছিল" হলো সঠিক অনুবাদ।
ক) When has it been raining?
খ) Since when has it been raining?
গ) How long has it been raining?
ঘ) From when has it been raining?
Note : কখন থেকে" এর জন্য 'since when' ব্যবহৃত হয় এবং "বৃষ্টি হচ্ছে" এর জন্য Present Perfect Continuous Tense ('has it been raining') ব্যবহৃত হয়।
ক) সে গাছে উঠছে
খ) সে উপরে উঠছে
গ) সে বড় হচ্ছে
ঘ) সে উত্তরোত্তর উন্নতি করছে
Note : Growing up" মানে "বড় হওয়া" বা "উন্নতি করা"। প্রদত্ত অপশনগুলির মধ্যে "সে বড় হচ্ছে" এই অর্থে সবচেয়ে উপযুক্ত।
ক) এ রুমে কোন বেঞ্চ নেই।
খ) এ জায়গায় কোন বেঞ্চ নেই।
গ) এ বেঞ্চে কোন জায়গা নেই।
ঘ) এ বেঞ্চে কোন কক্ষ নেই।
Note : Room" শব্দের অর্থ "জায়গা" বা "স্থান"। "No room" মানে "কোনো জায়গা নেই"। সুতরাং "There is no room in the bench" এর সঠিক অনুবাদ হলো "এ বেঞ্চে কোন জায়গা নেই।"।
ক) I feel nausea
খ) I am about to vomit
গ) I fancy I will vomit
ঘ) I feel vomiting
Note : বমি বমি লাগছে" এর সঠিক ইংরেজি প্রতিশব্দ হলো 'nausea' (নৌজিয়া)। তাই "I feel nausea" হলো সঠিক অনুবাদ।
ক) মানুষের পরিমাপ জ্ঞান অন্যদের থেকে ভালো
খ) সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই
গ) মানুষ সকল বস্তুকে পরিমাপ করতে পারে
ঘ) মানুষেরা নিজের মত করে সত্য নির্ধারণ করতে পারে
Note : Man is the measure of all things" উক্তিটি প্রোটোগোরাসের,যার অর্থ হলো মানব অস্তিত্বই সবকিছু পরিমাপের মানদণ্ড। অর্থাৎ সত্য মানব অভিজ্ঞতার উপর নির্ভর করে। তাই "সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই" হলো সঠিক ভাবার্থ।

জব সলুশন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - অফিস অ্যাসিস্ট্যান্ট (19-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন