কোন কবিতাটি লেখার দায়ে কাজী নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল?
ক) আনন্দময়ীর আগমনে
খ) মানুষ
গ) নারী
ঘ) কেফিয়ৎ
বিস্তারিত ব্যাখ্যা:
কাজী নজরুল ইসলাম তাঁর 'ধুমকেতু' পত্রিকায় প্রকাশিত 'আনন্দময়ীর আগমনে' কবিতার জন্য রাজদণ্ডে দণ্ডিত ও কারাবরণ করেন।
Related Questions
ক) মরুভূমি
খ) সমুদ্র
গ) আগুন
ঘ) বাতাস
Note : 'পাবক' শব্দের অর্থ হলো অগ্নি বা আগুন। এটি আগুনের একটি তৎসম প্রতিশব্দ।
ক) ডিরোজিও
খ) কায়কোবাদ
গ) নবীনচন্দ্র সেন
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
Note : বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। তাঁর 'পদ্মাবতী' নাটকে তিনি প্রথম এই ছন্দ ব্যবহার করেন।
ক) একটি
খ) তিনটি
গ) দুইটি
ঘ) চারটি
Note : বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুইটি: ঐ এবং ঔ। তবে উচ্চারণগতভাবে যৌগিক স্বরধ্বনি মোট ২৫টি।
ক) বর্ণ
খ) পদ
গ) অক্ষর
ঘ) বিভক্তি
Note : নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে বা এক ঝোঁকে শব্দের যতটুকু অংশ উচ্চারিত হয় তাকে অক্ষর (Syllable) বলে।
ক) সমাচার দর্পণ
খ) তত্ত্ববোধিনী
গ) সংবাদ প্রভাকর
ঘ) একটিও না
Note : ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন 'সংবাদ প্রভাকর' পত্রিকার সম্পাদক। এটি বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী পত্রিকা ছিল।
ক) আবদুল করিম সাহিত্য বিশারদ
খ) মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
গ) দীনেশচন্দ্র সেন
ঘ) ইসমাইল হোসেন সিরাজী
Note : ময়মনসিংহ গীতিকার পালাগুলো সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে তবে এগুলোর সম্পাদনা ও প্রকাশে প্রধান ভূমিকা পালন করেন ড. দীনেশচন্দ্র সেন। অপশনে সংগ্রাহক হিসেবে দীনেশচন্দ্র সেনের নামই বেশি প্রচলিত উত্তর হিসেবে গৃহীত হয়।
জব সলুশন