কোনটি বাংলা ধাতু নয়?

ক) আঁক
খ) আঁকা
গ) কহ্
ঘ) পড়
বিস্তারিত ব্যাখ্যা:
এখানে 'আঁক' 'কহ্' 'পড়' হলো ধাতু কিন্তু 'আঁকা' হলো ধাতু ও প্রত্যয় যোগে গঠিত ক্রিয়াপদ বা সাধিত শব্দ। তাই এটি মূল ধাতু নয়।

Related Questions

ক) কহ্
খ) কথ্
গ) বুধ
ঘ) পঠ্
Note : 'কহ্' (বলা) হলো বাংলা ধাতু। বাকি অপশনগুলোর মধ্যে কথ্ বুধ এবং পঠ্ হলো সংস্কৃত বা তৎসম ধাতু।
ক) কৃ
খ) টান
গ) হাস
ঘ) আঁট
Note : হাস' হলো খাঁটি বাংলা ধাতু। এটি সংস্কৃত 'হস্' ধাতু থেকে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে।
ক) কাট্
খ) কৃ
গ) মাগ
ঘ) গম
Note : এখানে 'কাট্' একটি খাঁটি বাংলা ধাতু। অন্যদিকে 'কৃ' এবং 'গম' সংস্কৃত ধাতু এবং 'মাগ' হিন্দি থেকে আগত ধাতু।
ক) সিদ্ধ ধাতু
খ) ণিজন্ত ধাতু
গ) নাম ধাতু
ঘ) প্রযোজক ধাতু
Note : মৌলিক ধাতুগুলো ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না এবং এরা ভাষায় স্বয়ংসিদ্ধ হিসেবে বিরাজ করে তাই এদের অপর নাম 'সিদ্ধ ধাতু'।
ক) সাধিত ধাতু
খ) মৌলিক ধাতু
গ) যৌগিক ধাতু
ঘ) সংযোগমূলক ধাতু
Note : যেসব ধাতু স্বয়ংসিদ্ধ এবং যাদের আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাদের মৌলিক ধাতু বলে। যেমন: চল্ পড়্ কর্ ইত্যাদি।
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
Note : গঠন ও প্রকৃতি অনুসারে বাংলা ভাষায় ধাতুকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়: ১. মৌলিক ধাতু ২. সাধিত ধাতু এবং ৩. যৌগিক বা সংযোগমূলক ধাতু।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন