এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কী বলে?

ক) বাক্য
খ) বাক্যাংশ
গ) উদ্দেশ্য
ঘ) বিধেয়
বিস্তারিত ব্যাখ্যা:
মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা আর ভাষার মূল উপাদান হলো বাক্য যা এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত হয়ে পূর্ণ অর্থ প্রকাশ করে।

Related Questions

ক) সাধিত ধাতু
খ) প্রযোজক ধাতু
গ) সংস্কৃতমূলক ধাতু
ঘ) মৌলিক ধাতু
Note : সংস্কৃত ব্যাকরণ অনুসারে প্রযোজক ধাতুকে 'ণিজন্ত ধাতু' বলা হয়। অর্থাৎ অন্যের দ্বারা কাজটি করানোর অর্থে যে ধাতু ব্যবহৃত হয়।
ক) প্রযোজক ধাতু
খ) ভাব বাচ্যের ধাতু
গ) সংযোগমূলক ধাতু
ঘ) নাম ধাতু
Note : এখানে 'হারায়' ক্রিয়াটি সাধারণ অর্থে ব্যবহৃত হলেও ব্যাকরণগত শ্রেণিবিভাগে এটি প্রযোজক বা ণিজন্ত ধাতুর কাঠামোর অন্তর্ভুক্ত।
ক) মৌলিক ধাতুর
খ) নাম ধাতুর
গ) প্রযোজক ধাতুর
ঘ) কর্মবাচ্যের ধাতুর
Note : বাক্যে 'দেখায়' ক্রিয়াটি কর্তার সরাসরি কাজ না বুঝিয়ে কর্মের (কাজটি) অবস্থা বোঝাচ্ছে। এটি কর্মবাচ্যের ধাতুর একটি বিশিষ্ট প্রয়োগ।
ক) সমধাতু ও প্রযোজক ধাতু
খ) প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু
গ) কর্মবাচ্যের ধাতু ও সংযোগমূলক ধাতু
ঘ) সংযোগমূলক ধাতু ও সাধিত ধাতু
Note : গঠনরীতি ও আকৃতির দিক থেকে প্রযোজক ধাতু এবং কর্মবাচ্যের ধাতু একই রকম হয়ে থাকে (উভয়েই 'আ' প্রত্যয়ান্ত)। কেবল বাক্যে প্রয়োগের ওপর ভিত্তি করে এদের পার্থক্য নির্ণয় করা হয়।
ক) চল
খ) কার
গ) বেতা
ঘ) পড়
Note : 'বেতা' ধাতুটি 'বেত' (বিশেষ্য) শব্দের সাথে 'আ' প্রত্যয় যোগে গঠিত হয়েছে (বেত+আ)। তাই এটি নাম ধাতুর উদাহরণ।
ক) খা
খ) কর
গ) ঘুমা
ঘ) ছাড়
Note : 'ঘুমা' শব্দটি 'ঘুম' (বিশেষ্য) এর সাথে 'আ' প্রত্যয় যোগে গঠিত হয়েছে। তাই এটি নাম ধাতু। বাকিগুলো মৌলিক ধাতু।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন