বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?
ক) আসত্তি
খ) আকাঙ্ক্ষা
গ) যোগ্যতা
ঘ) আসক্তি
বিস্তারিত ব্যাখ্যা:
বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে আগ্রহ তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন আমি ভাত... বললে আকাঙ্ক্ষা থেকে যায়।
Related Questions
ক) আকাঙ্ক্ষা আসত্তি ও বিধেয়
খ) আকাঙ্ক্ষা আসত্তি ও যোগ্যতা
গ) যোগ্যতা উদ্দেশ্য ও বিধেয়
ঘ) কোনোটিই নয়
Note : ব্যাকরণ অনুযায়ী বাক্যের তিনটি প্রধান গুণ হলো আকাঙ্ক্ষা বা শোনার ইচ্ছা আসত্তি বা সুশৃঙ্খল পদবিন্যাস এবং যোগ্যতা বা অর্থগত ও ভাবগত মিল।
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5
Note : একটি সার্থক বা আদর্শ বাক্যের তিনটি গুণ থাকা অপরিহার্য। এগুলো হলো আকাঙ্ক্ষা আসত্তি এবং যোগ্যতা।
ক) উদ্দেশ্যের প্রসারক
খ) বিধেয়ের প্রসারক
গ) বিধেয়ের পূরক
ঘ) বিধেয়ের ক্রিয়া
Note : বাক্যে ক্রিয়া সম্পাদনের অবলম্বনকে কর্ম বা পূরক বলা হয়। এখানে শোধ করতে পারব না ক্রিয়াটির কর্ম হিসেবে ঋণ শব্দটি ব্যবহৃত হয়েছে তাই এটি বিধেয়ের পূরক।
ক) উদ্দেশ্যের প্রসারক
খ) বিধেয়ের প্রসারক
গ) বিধেয়ের পূরক
ঘ) বিধেয়ের ক্রিয়া
Note : এখানে বাক্যের মূল কর্তা বা উদ্দেশ্য হলো শাহজাহান। শাহজাহান এর পরিচয় দেওয়ার জন্য মোগল সম্রাট পদটি ব্যবহৃত হয়েছে তাই এটি উদ্দেশ্যের প্রসারক।
ক) উদ্দেশ্য
খ) বিধেয়
গ) উদ্দেশ্যের প্রসারক
ঘ) বিধেয়ের প্রসারক
Note : এখানে তৈরি হয় হলো ক্রিয়া যা বিধেয় অংশের মূল। কীভাবে তৈরি হয় তা বোঝাতে এসব মিলিয়ে অংশটি ব্যবহৃত হয়েছে যা ক্রিয়ার অর্থকে প্রসারিত করছে তাই এটি বিধেয়ের প্রসারক।
ক) প্রসাদগুণ মাধুর্যগুণ
খ) উপমা অলংকার
গ) উদ্দেশ্য বিধেয়
ঘ) সাধু চলিত
Note : বাক্যের গঠনগত দিক থেকে একে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় যার একটি হলো উদ্দেশ্য বা Subject এবং অন্যটি হলো বিধেয় বা Predicate।
জব সলুশন