বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে?

ক) কর্মের আগে
খ) প্রথমে
গ) শেষে
ঘ) অব্যয় পদের পরে
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলা বাক্যের সাধারণ গঠনরীতি অনুযায়ী ক্রিয়াপদ শেষে বসে।

Related Questions

ক) অকর্মক ও সকর্মক
খ) প্রযোজক ও নামধাতু
গ) ধাতু ও তদ্ধিত
ঘ) মৌলিক ও কৃদন্ত
Note : মৌলিক ধাতু ও সাধিত ধাতু বা নাম ধাতু থেকে গঠিত ক্রিয়া। (উত্তর D বলছে)।
ক) তিন ভাগে
খ) চার ভাগে
গ) পাঁচ ভাগে
ঘ) দুই ভাগে
Note : সমাপিকা ও অসমাপিকা - এই দুই ভাগে ভাগ করা হয়।
ক) বচনভেদে
খ) প্রয়োগভেদে
গ) অর্থভেদে
ঘ) বর্ণনাভেদে
Note : বাংলায় বচন ভেদে ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না (আমি খাই, আমরা খাই - একই রূপ)। পুরুষ ও কাল ভেদে হয়।
ক) প্রত্যয়
খ) অনুসর্গ
গ) বিভক্তি
ঘ) উপসর্গ
Note : ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়।
ক) নামপদ
খ) কর্মপদ
গ) কর্তৃপদ
ঘ) ক্রিয়াপদ
Note : ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠিত হতে পারে না (প্রত্যক্ষ বা উহ্য)।
ক) সবসময়ে বাক্যে থাকবে
খ) কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
গ) আসলে বিশেষণ থেকে অভিন্ন
ঘ) শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
Note : বাক্যে ক্রিয়াপদ অপরিহার্য তবে অনেক সময় (বিশেষ করে 'হ' ও 'আছ' ধাতু) ক্রিয়া উহ্য থাকে।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন