সাইরেন বেজে উঠল। 'বেজে উঠল' কি ধরনের ক্রিয়াপদ?
ক) মিশ্র
খ) যৌগিক
গ) প্রযোজক
ঘ) সমধাতুজ
বিস্তারিত ব্যাখ্যা:
বেজে (অসমাপিকা) + উঠল (সমাপিকা) মিলে যৌগিক ক্রিয়া গঠিত হয়েছে।
Related Questions
ক) দুটি সমাপিকা গঠনে
খ) এক বা একাধিক সমাপিকা ও অসমাপিকার মিশ্র গঠনে
গ) অসমাপিকা ও সমাপিকা ক্রিয়াযোগে
ঘ) অন্ত্যর্থ ক্রিয়া ও নঞর্থক ক্রিয়াযোগে
Note : একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়া একত্রে বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে যৌগিক ক্রিয়া বলে।
ক) দ্বিকর্মক ক্রিয়া
খ) অকর্মক ক্রিয়া
গ) নাম ধাতুর ক্রিয়া
ঘ) যৌগিক ক্রিয়া
Note : নাম শব্দের সাথে আ প্রত্যয় যোগে নাম ধাতু এবং তার সাথে বিভক্তি যোগে নাম ধাতুর ক্রিয়া হয়। উত্তর D
ক) নিমিত্ত অর্থে
খ) আবশ্যকতা অর্থে
গ) ইচ্ছা অর্থে
ঘ) বিধি অর্থে
Note : বাঁচতে চাই - এখানে বক্তার ইচ্ছা প্রকাশ পেয়েছে।
ক) অসমান
খ) এক
গ) একক অসমান
ঘ) নিরপেক্ষ
Note : সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে।
ক) সে কেঁদে কেঁদে বলল
খ) বালিকাটি গান করে বলে গেল
গ) সে এলে আমি যাব
ঘ) সে যেতে যেতে থেকে গেল
Note : 'সে এলে আমি যাব' - এখানে 'সে' এবং 'আমি' দুটি ভিন্ন কর্তা তাই এটি অসমান কর্তা।
ক) তাকে বলতে দাও
খ) তুমি বল আমি শুনি
গ) আমরা বাঁচতে চাই
ঘ) সে দেখতে লাগলো
Note : 'তুমি বল আমি শুনি' - এখানে দুটিই সমাপিকা ক্রিয়া। অসমাপিকা নেই।
জব সলুশন