'ছেলেটি যেন রাজপুত্র।' এই বাক্যে 'যেন' পদের ব্যবহার কি অর্থে?
ক) বিস্ময়জ্ঞাপক
খ) তুলনামূলক
গ) অনুমানসূচক
ঘ) সম্ভাবনাজ্ঞাপক
বিস্তারিত ব্যাখ্যা:
রাজপুত্রের সাথে তুলনা করা হয়েছে।
Related Questions
ক) অব্যয়
খ) প্রত্যয়
গ) অনুসর্গ
ঘ) উপসর্গ
Note : দিয়ে (দ্বারা) অনুসর্গ।
ক) আশাবাদ
খ) আবেগ
গ) আনন্দ
ঘ) আনুগত্য
Note :
'আ' দ্বারা মনের আবেগ বা আনন্দ প্রকাশ পেয়েছে।
ক) ঘন
খ) অব্যয়
গ) অনেক
ঘ) বিশেষণ
Note : আর যোজক বা অব্যয়।
ক) পরিণাম
খ) বৈপরীত্য
গ) তুলনা
ঘ) নিশ্চিত
Note : যত-তত সাপেক্ষ বা তুলনামূলক। তবে এখানে গর্জন ও বর্ষণের বিপরীত সম্পর্ক (গর্জায় বেশি বর্ষে কম) বা তুলনা।
ক) নির্দেশ অর্থে
খ) স্বীকৃতি জ্ঞাপনে
গ) বিকল্প প্রকাশে
ঘ) অনুরোধে
Note : তাকেও (অন্তর্ভুক্ত বা স্বীকৃতি অর্থে)।
ক) প্রশ্ন জিজ্ঞাসা
খ) শাসন করায়
গ) বিরক্তি প্রকাশে
ঘ) ক্রোধ প্রকাশে
Note :
বাক্যটি হলো: "তুই কি কাজ করবি, না মার খাবি?"
যদিও বাক্যটি দেখতে প্রশ্নবোধক এবং এর মধ্যে ধমক বা শাসনের সুর (Shashon) আছে, কিন্তু বাংলা ব্যাকরণের পরিভাষায় এখানে 'কি' অব্যয়টি বিরক্তি বা ক্রোধমিশ্রিত বিরক্তি বোঝাতে ব্যবহৃত হয়েছে। বক্তা শ্রোতার কাজ না করার প্রতি বিরক্ত হয়ে এই আলটিমেটাম বা চরমপত্র দিচ্ছে।
সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও ব্যাকরণ বইয়ের বহুনির্বাচনী প্রশ্নে (MCQ) এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে 'বিরক্তি প্রকাশে' অপশনটিকেই ধরা হয়।
সঠিক উত্তর: বিরক্তি প্রকাশে
জব সলুশন