করছে ,করেছো করেছেন - বাংলা ক্রিয়ার এ তিনটি রূপ কেন ব্যবহৃত হয়?
ক) লিঙ্গভেদের কারণে
খ) মর্যাদাভেদের কারণে
গ) কারক বিভক্তির কারণে
ঘ) সমাসের কারণে
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলা ভাষায় মধ্যম ও নাম পুরুষের ক্ষেত্রে তুচ্ছার্থক সাধারণ ও সম্ভ্রমার্থক এই তিন ধরনের মর্যাদা বা মানভেদ রয়েছে। শ্রোতা বা উদ্দিষ্ট ব্যক্তির এই মর্যাদাভেদের ওপর ভিত্তি করেই ক্রিয়ার রূপ পরিবর্তিত হয়।
Related Questions
ক) উত্তম পুরুষ
খ) মধ্যম পুরুষ
গ) নাম পুরুষ
ঘ) যে কোন পুরুষ
Note : বাংলা ব্যাকরণে আমি বা আমরা (উত্তম পুরুষ) এবং তুমি বা তোমরা (মধ্যম পুরুষ) বাদে বিশ্বের যা কিছু আছে সবই নাম পুরুষ। তাই যেকোনো বিশেষ্য পদ বা নাম সবসময় নাম পুরুষ হিসেবে গণ্য হয়।
ক) প্রথম পুরুষ
খ) উত্তম পুরুষ
গ) মধ্যম পুরুষ
ঘ) ক ও খ
Note : যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে নাম পুরুষ বলে। তবে প্রচলিত ব্যাকরণে নাম পুরুষকে প্রথম পুরুষও বলা হয়। সে শব্দটি দ্বারা বক্তা ও শ্রোতা ভিন্ন অন্য কাউকে বোঝানো হচ্ছে তাই এটি নাম পুরুষ বা প্রথম পুরুষ।
ক) ওরা কি করে?
খ) আপনি আসবেন
গ) আমরা যাচ্ছি
ঘ) তোরা খাসনে
Note : নাম পুরুষ হলো বক্তা ও শ্রোতা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তু। এখানে ওরা কি করে বাক্যে ওরা হলো নাম পুরুষ বা অনুপস্থিত ব্যক্তি। অন্য অপশনগুলোতে আপনি ও তোরা মধ্যম পুরুষ এবং আমরা উত্তম পুরুষ।
ক) তোমরা
খ) আমরা
গ) আপনি
ঘ) এরা
Note : উপস্থিত শ্রোতা বা যাদের উদ্দেশ্য করে কথা বলা হয় তারা মধ্যম পুরুষ। যেমন তুমি তোমরা আপনি আপনারা। এখানে তোমরা মধ্যম পুরুষের উদাহরণ। আমরা উত্তম পুরুষ এবং এরা নাম পুরুষ। অপশন A (তোমরা) এবং অপশন C (আপনি) দুটিই সঠিক উত্তর।
ক) উত্তম পুরুষ
খ) নাম পুরুষ
গ) ক ও খ
ঘ) মধ্যম পুরুষ
Note : বক্তা যার সঙ্গে কথা বলে বা যাকে সম্বোধন করে কিছু বলে তাকে মধ্যম পুরুষ বলে। অর্থাৎ উপস্থিত শ্রোতাই হলো মধ্যম পুরুষ। তাই প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতা হলো মধ্যম পুরুষ।
ক) সে
খ) তারা
গ) আমরা
ঘ) তোমরা
Note : স্বয়ং বক্তা বা বক্তারা নিজেদের বোঝাতে যে সর্বনাম ব্যবহার করেন তা উত্তম পুরুষ। প্রদত্ত অপশনগুলোর মধ্যে আমরা উত্তম পুরুষের উদাহরণ। বাকিগুলোর মধ্যে সে ও তারা নাম পুরুষ এবং তোমরা মধ্যম পুরুষ।
জব সলুশন