মনিটরের কাজ হলো ----
ক) গাণিতিক সমাধান করা
খ) লেখা ও ছবি দেখানো
গ) বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
ঘ) এর কোনোটিই নয়
বিস্তারিত ব্যাখ্যা:
কম্পিউটারের সাথে সংযুক্ত টিভির পর্দার মতো যে অংশটি থাকে তাকে মনিটর বলে। সিপিইউ এর নির্দেশে কম্পিউটারে ব্যবহৃত যাবতীয় তথ্যাবলী, লেখা, ছবি ইত্যাদি মনিটরের পর্দায় প্রদর্শিত হয়।
Related Questions
ক) শূন্য হবে
খ) কমবে
গ) বাড়বে
ঘ) পরিবর্তন হবে না
ক) আব্দুর রহমান
খ) মোহাম্মদ ইদ্রিস
গ) ব্রজেন দাস
ঘ) এদের কেউই না
Note :
ব্রজেন দাস ইংলিশ চ্যানেল সাতরে অতিক্রমের গৌরবের অধিকারী দক্ষিণ এশিয়ার প্রথম সাঁতারু। তিনি ১৯২৭ সালের ৯ ডিসেম্বর মুন্সীগঞ্জ - বিক্রমপুরের অন্তর্গত কুচিয়ামোড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
ক) রাষ্ট্রপতির কাছে
খ) জনগণের কাছে
গ) প্রধানমন্ত্রীর কাছে
ঘ) জাতীয় সংসদের কাছে
Note :
জাতীয় সংসদ বাংলাদেশের এক কক্ষ বিশিষ্ট একমাত্র আইনসভা। দেশের সংবিধানের বিধানাবলী - সাপেক্ষে আইন প্রণয়ন ক্ষমতা এই সংসদের ওপর ন্যস্ত। সংবিধানে ৫৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবেন।
জব সলুশন