ইউরোপ থেকে সম্রদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে?
ক) ১৪৮৭ সালে
খ) ১৩৮৭ সালে
গ) ১৫৮৭ সালে
ঘ) ১৬৮৭ সালে
Related Questions
ক) সিরাজ শাহ
খ) মোহসীন আলী
গ) মজনু শাহ
ঘ) জহির শাহ
Note :
ফকির আন্দোলনের নেতা মজনু শাহ ছিলেন ।
১৭৫৭ থেকে ১৮০০ পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে ফকিররা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে তার নেতৃত্বে ছিলেন ফকির মজনু শাহ ।
ক) গাণিতিক সমাধান করা
খ) লেখা ও ছবি দেখানো
গ) বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
ঘ) এর কোনোটিই নয়
Note :
কম্পিউটারের সাথে সংযুক্ত টিভির পর্দার মতো যে অংশটি থাকে তাকে মনিটর বলে। সিপিইউ এর নির্দেশে কম্পিউটারে ব্যবহৃত যাবতীয় তথ্যাবলী, লেখা, ছবি ইত্যাদি মনিটরের পর্দায় প্রদর্শিত হয়।
ক) শূন্য হবে
খ) কমবে
গ) বাড়বে
ঘ) পরিবর্তন হবে না
ক) আব্দুর রহমান
খ) মোহাম্মদ ইদ্রিস
গ) ব্রজেন দাস
ঘ) এদের কেউই না
Note :
ব্রজেন দাস ইংলিশ চ্যানেল সাতরে অতিক্রমের গৌরবের অধিকারী দক্ষিণ এশিয়ার প্রথম সাঁতারু। তিনি ১৯২৭ সালের ৯ ডিসেম্বর মুন্সীগঞ্জ - বিক্রমপুরের অন্তর্গত কুচিয়ামোড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
জব সলুশন