'গুরুত্ব দেওয়া' অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

ক) গা-ছাড়া
খ) গা বাঁচানো
গ) গায়ে মাখা
ঘ) গায়ে জ্বর আসা
বিস্তারিত ব্যাখ্যা:
কোনো কথা 'গায়ে মাখা' মানে তা আমলে নেওয়া বা 'গুরুত্ব দেওয়া'।

Related Questions

ক) গলা ধাক্কা
খ) অপমান করা
গ) নিবিড় বন্ধুত্ব
ঘ) ভীষণ বিপদ
Note : কাউকে জোরপূর্বক বা অপমানজনকভাবে কিছু আদায় করা বা শাসন করাকে 'অপমান করা' বা গলায় গামছা দেওয়া বলা হয়। *নোট: ক্ষেত্রবিশেষে জোর করে আদায় অর্থেও ব্যবহৃত হয়।*
ক) টাটকা
খ) উত্তেজনাপূর্ণ
গ) সাম্প্রতিক
ঘ) উত্তপ্ত
Note : খাবার যেমন গরম অবস্থায় টাটকা থাকে; তেমনি 'গরম-গরম' বলতে 'টাটকা' বা সদ্য ঘটে যাওয়া খবর/বিষয় বোঝায়।
ক) ভূমিকা করা
খ) হিসাব নিকাশ
গ) অসম্ভব বস্তু
ঘ) বাড়াবাড়ি করা
Note : প্রাচীনকালে গাছ বা পাথর দিয়ে গণনা করা হতো বা সীমানা নির্ধারণ করা হতো; তাই গাছপাথর বলতে 'হিসাব নিকাশ' বা আন্দাজ বোঝায় (যেমন: তার বয়সের গাছপাথর নেই)।
ক) বুদ্ধির ঢেঁকি
খ) বিড়াল তপস্বী
গ) গভীর জলের মাছ
ঘ) ভূশণ্ডির কাক
Note : 'গভীর জলের মাছ' বলতে খুব ধূর্ত বা বুদ্ধিমান ব্যক্তিকে বোঝায় যার মনের ভাব সহজে বোঝা যায় না।
ক) লণ্ড-ভণ্ড হওয়া
খ) স্বেচ্ছায় প্রবাহিত হওয়া
গ) অন্ধ অনুকরণ
ঘ) কোনোটিই নয়
Note : গড্ডল বা ভেড়ার পালের সামনে একটা ভেড়া যেদিকে যায় বাকিগুলো অন্ধের মতো সেদিকে যায়; এই আচরণকে 'অন্ধ অনুকরণ' বা গড্ডলিকা প্রবাহ বলা হয়।
ক) গায়ে পড়া
খ) ম্লান করা
গ) উদ্যোগ নেয়া
ঘ) এড়িয়ে চলা
Note : 'গা' মানে শরীর বা আগ্রহ; গা করা মানে কাজে মনোযোগ দেওয়া বা 'উদ্যোগ নেয়া'। (যেমন: সে কাজে গা করছে না)।

জব সলুশন

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন