'গণেশ উল্টানো' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

ক) ব্যতিব্যস্ত হওয়া
খ) অন্যায় করা
গ) উঠে যাওয়া
ঘ) সহায় থাকা
বিস্তারিত ব্যাখ্যা:
ব্যবসায় লালবাতি জ্বলা বা ব্যবসা বন্ধ হয়ে যাওয়াকে 'উঠে যাওয়া' বা গণেশ উল্টানো বলা হয় (গণেশ ব্যবসার দেবতা)।

Related Questions

ক) অপদার্থ
খ) নিরেট মূর্খ
গ) অত্যন্ত অলস
ঘ) অপটু
Note : গণেশের মূর্তি গোবর দিয়ে তৈরি করলে তা যেমন অচল; তেমনি দেখতে মানুষের মতো হলেও যার বুদ্ধি নেই তাকে 'নিরেট মূর্খ' বা গোবর গণেশ বলা হয়।
ক) গা-ছাড়া
খ) গা বাঁচানো
গ) গায়ে মাখা
ঘ) গায়ে জ্বর আসা
Note : কোনো কথা 'গায়ে মাখা' মানে তা আমলে নেওয়া বা 'গুরুত্ব দেওয়া'।
ক) গলা ধাক্কা
খ) অপমান করা
গ) নিবিড় বন্ধুত্ব
ঘ) ভীষণ বিপদ
Note : কাউকে জোরপূর্বক বা অপমানজনকভাবে কিছু আদায় করা বা শাসন করাকে 'অপমান করা' বা গলায় গামছা দেওয়া বলা হয়। *নোট: ক্ষেত্রবিশেষে জোর করে আদায় অর্থেও ব্যবহৃত হয়।*
ক) টাটকা
খ) উত্তেজনাপূর্ণ
গ) সাম্প্রতিক
ঘ) উত্তপ্ত
Note : খাবার যেমন গরম অবস্থায় টাটকা থাকে; তেমনি 'গরম-গরম' বলতে 'টাটকা' বা সদ্য ঘটে যাওয়া খবর/বিষয় বোঝায়।
ক) ভূমিকা করা
খ) হিসাব নিকাশ
গ) অসম্ভব বস্তু
ঘ) বাড়াবাড়ি করা
Note : প্রাচীনকালে গাছ বা পাথর দিয়ে গণনা করা হতো বা সীমানা নির্ধারণ করা হতো; তাই গাছপাথর বলতে 'হিসাব নিকাশ' বা আন্দাজ বোঝায় (যেমন: তার বয়সের গাছপাথর নেই)।
ক) বুদ্ধির ঢেঁকি
খ) বিড়াল তপস্বী
গ) গভীর জলের মাছ
ঘ) ভূশণ্ডির কাক
Note : 'গভীর জলের মাছ' বলতে খুব ধূর্ত বা বুদ্ধিমান ব্যক্তিকে বোঝায় যার মনের ভাব সহজে বোঝা যায় না।

জব সলুশন

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন