'ঘুঘু চরানো' বাগধারাটির অর্থ-
ক) অত্যন্ত অলস
খ) সর্বনাশ করা
গ) গুজব
ঘ) রাখাল
বিস্তারিত ব্যাখ্যা:
কারো ভিটেমাটিতে ঘুঘু চড়ানো মানে তার ঘরবাড়ি ধ্বংস করে জনমানবহীন করে দেওয়া; অর্থাৎ চরম 'সর্বনাশ করা'।
Related Questions
ক) সহজলভ্য
খ) গভীর মন্মতবোধ
গ) সুযোগ থেকেও কষ্ট
ঘ) সহজে ছেড়ে দেয়া
Note : নিজের ঘর বা আশ্রয় থাকা সত্ত্বেও যে বৃষ্টিতে ভেজে বা কষ্ট পায়; অর্থাৎ 'সুযোগ থেকেও কষ্ট' পায় এমন পরিস্থিতিকে এটি বোঝায়।
ক) দুর্বল
খ) অতি বৃদ্ধ
গ) সদা মৃত
ঘ) ফেলনা
Note : যে মরার জন্য ঘাটে যাওয়ার অপেক্ষায় আছে; অর্থাৎ 'অতি বৃদ্ধ' ব্যক্তিকে ঘাটের মরা বলা হয়।
ক) গরুর পাখি
খ) অকর্মণ্য লোক
গ) কর্মঠ লোক
ঘ) গরুর ঘণ্টা
Note : যে ব্যক্তি ঘণ্টার ধ্বনি শুনেই দিন কাটায় কিন্তু নিজে কোনো কাজ করে না বা অকর্মণ্য; তাকে ঘণ্টা গরুড় বলা হয়।
ক) ভণ্ড ধার্মিক
খ) ন্যাকামো
গ) বড়মুখ
ঘ) অপদার্থ
Note : ঘটিরাম বলতে এমন ব্যক্তিকে বোঝায় যার কোনো যোগ্যতা নেই বা যে 'অপদার্থ'।
ক) বাল্যবিবাহ
খ) বিধবাবিবাহ
গ) সতীদাহ
ঘ) বিবাহবিচ্ছেদ
Note : অষ্টম বর্ষীয়া কন্যাকে গৌরী বলা হয়; প্রাচীন প্রথা অনুযায়ী অল্প বয়সে বা বালিকা অবস্থায় কন্যা দান করাকে 'বাল্যবিবাহ' বা গৌরীদান বলা হতো।
ক) চালাক লোক
খ) দীর্ঘায়ু ব্যক্তি
গ) নিরক্ষর
ঘ) কাণ্ডজ্ঞানহীন
Note : গোঁয়ার মানে জেদি; আর গোঁয়ার গোবিন্দ মানে এমন জেদি ব্যক্তি যার ভালো-মন্দ বোঝার ক্ষমতা নেই অর্থাৎ 'কাণ্ডজ্ঞানহীন'।
জব সলুশন