'গোঁয়ার গোবিন্দ'-এর অর্থ কী?
ক) চালাক লোক
খ) দীর্ঘায়ু ব্যক্তি
গ) নিরক্ষর
ঘ) কাণ্ডজ্ঞানহীন
বিস্তারিত ব্যাখ্যা:
গোঁয়ার মানে জেদি; আর গোঁয়ার গোবিন্দ মানে এমন জেদি ব্যক্তি যার ভালো-মন্দ বোঝার ক্ষমতা নেই অর্থাৎ 'কাণ্ডজ্ঞানহীন'।
Related Questions
ক) নষ্ট হওয়া
খ) অসৎ হওয়া
গ) অপচয়কারী
ঘ) দোষের কাজ করা
Note : গোল্লা বা নরকে যাওয়া অর্থে জীবন ধ্বংস হওয়া বা চরিত্র নষ্ট হওয়াকে বোঝায়; সংক্ষেপে 'নষ্ট হওয়া'।
ক) আদুরে ছেলে
খ) মালিকবিহীন বলদ
গ) গোঁয়ার
ঘ) স্বেচ্ছাচারী
Note : গোকুলে কৃষ্ণ ষাঁড় হিসেবে বেড়ে উঠেছিলেন এবং যা খুশি তাই করতেন; তাই যে ব্যক্তি কোনো নিয়ম মানে না বা 'স্বেচ্ছাচারী' তাকে গোকুলের ষাঁড় বলা হয়।
ক) ব্যতিব্যস্ত হওয়া
খ) অন্যায় করা
গ) উঠে যাওয়া
ঘ) সহায় থাকা
Note : ব্যবসায় লালবাতি জ্বলা বা ব্যবসা বন্ধ হয়ে যাওয়াকে 'উঠে যাওয়া' বা গণেশ উল্টানো বলা হয় (গণেশ ব্যবসার দেবতা)।
ক) অপদার্থ
খ) নিরেট মূর্খ
গ) অত্যন্ত অলস
ঘ) অপটু
Note : গণেশের মূর্তি গোবর দিয়ে তৈরি করলে তা যেমন অচল; তেমনি দেখতে মানুষের মতো হলেও যার বুদ্ধি নেই তাকে 'নিরেট মূর্খ' বা গোবর গণেশ বলা হয়।
ক) গা-ছাড়া
খ) গা বাঁচানো
গ) গায়ে মাখা
ঘ) গায়ে জ্বর আসা
Note : কোনো কথা 'গায়ে মাখা' মানে তা আমলে নেওয়া বা 'গুরুত্ব দেওয়া'।
ক) গলা ধাক্কা
খ) অপমান করা
গ) নিবিড় বন্ধুত্ব
ঘ) ভীষণ বিপদ
Note : কাউকে জোরপূর্বক বা অপমানজনকভাবে কিছু আদায় করা বা শাসন করাকে 'অপমান করা' বা গলায় গামছা দেওয়া বলা হয়। *নোট: ক্ষেত্রবিশেষে জোর করে আদায় অর্থেও ব্যবহৃত হয়।*
জব সলুশন