কোনটি প্রান্তিক বিরামচিহ্ন নয়?
ক) দাড়ি
খ) প্রশ্নচিহ্ন
গ) কোলন
ঘ) বিস্ময় চিহ্ন
বিস্তারিত ব্যাখ্যা:
দাড়ি প্রশ্নচিহ্ন ও বিস্ময় চিহ্ন বাক্যের শেষে বসে কিন্তু কোলন সাধারণত উদাহরণ বা উদ্ধৃতির আগে বাক্যের মাঝখানে ব্যবহৃত হয় তাই এটি প্রান্তিক নয়।
Related Questions
ক) দাড়ি
খ) কমা
গ) কোলন
ঘ) ড্যাশ
Note : দাড়ি বাক্যের শেষে বসে তাই এটি প্রান্তিক বিরাম চিহ্ন কিন্তু কমা সেমিকোলন ও ড্যাশ বাক্যের মাঝে বসে।
ক) কোলন
খ) দাড়ি
গ) হাইফেন
ঘ) সেমিকোলন
Note : বাক্যের পূর্ণ সমাপ্তি বা সম্পূর্ণ বিরতি বোঝাতে দাড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহৃত হয়।
ক) ৮টি
খ) ৫টি
গ) ৩টি
ঘ) ২টি
Note : বাক্যের পরিসমাপ্তি বা শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন ৩টি হলো দাড়ি বা পূর্ণচ্ছেদ প্রশ্নবোধক চিহ্ন ও বিস্ময় চিহ্ন।
ক) 1847
খ) 1874
গ) 1849
ঘ) 1923
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৪৭ সালে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম বিরাম চিহ্ন ব্যবহার করেন
ক) প্যারীচাঁদ মিত্র
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) বঙ্কিমচন্দ্র
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যে শৃঙ্খলা আনার জন্য ইংরেজি রীতির অনুকরণে দাড়ি কমা ও সেমিকোলন ইত্যাদির ব্যবহার শুরু করেন।
ক) বিদ্যাসাগরের
খ) অক্ষয় কুমারের
গ) বঙ্কিমচন্দ্রের
ঘ) কালীপ্রসন্ন সিংহের
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৪৭ সালে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম বাংলা ভাষায় বিরাম চিহ্নের সার্থক ও সুশৃঙ্খল প্রয়োগ করেন।
জব সলুশন