সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে?
ক) মালিকের বরাবর
খ) সাংবাদিকের বরাবর
গ) প্রকাশকের বরাবর
ঘ) সম্পাদকের বরাবর
বিস্তারিত ব্যাখ্যা:
সংবাদপত্রে কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় বা আবেদন প্রকাশ করতে চাইলে পত্রিকার সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে তার বরাবর পত্র লিখতে হয়।
Related Questions
ক) চুক্তিপত্র
খ) মানপত্র
গ) ব্যক্তিগত পত্র
ঘ) আবেদনপত্র
Note : কোনো অভাব-অভিযোগ মোচন বা বিশেষ সুযোগ-সুবিধা লাভের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট যে আনুষ্ঠানিক ও দাপ্তরিক পত্র লেখা হয় তাকে আবেদনপত্র বলে।
ক) ব্যক্তিগতপত্র
খ) অভিযোগ সংক্রান্তপত্র
গ) নিমন্ত্রণপত্র
ঘ) আবেদনপত্র
Note : চাকরি প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামো ও শিষ্টাচার মেনে যে পত্র লেখা হয় তাকে আবেদনপত্র বা দরখাস্ত বলা হয়।
ক) সম্ভাষণ অংশকে
খ) লেখকের স্বাক্ষর অংশকে
গ) ঠিকানা অংশকে
ঘ) মূল বিষয় অংশকে
Note : পত্রের যে অংশে মূল বক্তব্য বা বিষয়বস্তু বিস্তারিতভাবে লেখা থাকে তাকেই পত্রের গর্ভাংশ বা মূল বিষয় অংশ বলা হয় যা পত্রের প্রাণ।
ক) পূর্ণ ও স্পষ্ট ঠিকানা
খ) প্রয়োজনীয় সিলমোহর
গ) উপযুক্ত সম্ভাষণ
ঘ) সঠিক দিন তারিখ
Note : চিঠির খামে পূর্ণ ও স্পষ্ট ঠিকানা না থাকলে তা প্রাপকের কাছে পৌঁছানো সম্ভব হয় না এবং প্রেরকের কাছেও ফেরত পাঠানো যায় না তখন তাকে ডেড লেটার বা মৃত চিঠি বলা হয়।
ক) বাংলা ভাষায়
খ) অবস্থানকারী দেশের ভাষায়
গ) প্রেরকের নিজের ভাষায়
ঘ) ইংরেজি ভাষায়
Note : বিদেশ থেকে বা বিদেশে চিঠি পাঠানোর ক্ষেত্রে আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হিসেবে খামের ওপর প্রাপকের ঠিকানা ইংরেজি ভাষায় লেখা আবশ্যক যাতে বিদেশি ডাক কর্মীরা তা পড়তে পারেন।
ক) প্রেরকের ঠিকানা
খ) প্রাপকের ঠিকানা
গ) পত্রগর্ভ
ঘ) স্বাক্ষর ও তারিখ
Note : প্রাপকের সঠিক ঠিকানা না থাকলে চিঠি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় না ফলে চিঠি লেখার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয় কারণ যোগাযোগ স্থাপন সম্ভব হয় না।
জব সলুশন