ব্যাকরণগত বিবেচনায় শুদ্ধ শব্দটি নির্ণয় করুন-
ক) আয়ত্তাধীন
খ) আয়ত্ত
গ) আয়ত্ব
ঘ) আয়ত্বাধীন
বিস্তারিত ব্যাখ্যা:
আয়ত্ত শব্দের অর্থই অধিকার বা বশ। আয়ত্তাধীন বাহুল্য। আয়ত্ত সঠিক।
Related Questions
ক) তিনি সস্ত্রীক শহরে থাকেন।
খ) তিনি ও স্ত্রী শহরে থাকেন।
গ) তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন।
ঘ) তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।
Note : সস্ত্রীক মানেই স্ত্রীর সঙ্গে। তাই 'তিনি সস্ত্রীক শহরে থাকেন' শুদ্ধ।
ক) জাতিসত্তা
খ) সস্ত্রীক
গ) সমীচীন
ঘ) গীতাঞ্জলী
Note : সস্ত্রীক (স্ত্রী সহ) বানানটি শুদ্ধ। গীতাঞ্জলি (ই-কার); জাতিসত্তা (ত-এ ত) ও সমীচীন (দীর্ঘ ঈ) সঠিক হওয়ার কথা। এখানে অপশন বিচারে সস্ত্রীক নির্ভুল।
ক) সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন।
খ) সভাপতি প্রস্তাবটি অনুমোদন করেছেন।
গ) সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।
ঘ) সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়নি।
Note : 'কর্তৃক' থাকলে ক্রিয়াপদটি কর্মবাচ্যের (passive) হতে হয় (যেমন: অনুমোদিত হয়েছে)। 'অনুমোদন করেছেন' কর্তৃবাচ্যের ক্রিয়া। তাই এটি মিশ্রণজনিত ভুল।
ক) আমি সন্তুস্থ হলাম
খ) আমি সন্তোষ্ট হইলাম
গ) আমি সন্তুষ্ট হলাম
ঘ) আমি সন্তস্ত হলাম
Note : সন্তুষ্ট (ট-বর্গীয় ধ্বনি তাই ষ) বানান সঠিক।
ক) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন
খ) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন
গ) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ দিলেন
ঘ) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন
Note : একই নিয়ম; তিনি সাক্ষ্য (প্রমাণ/বক্তব্য) দিলেন।
ক) আমি সাক্ষী দিয়েছি
খ) আমি সাক্ষ্য দিয়েছি
গ) আমি সাক্ষী দিতেছি
ঘ) আমি সাক্ষী দিলাম
Note : আদালতে বা কোথাও মানুষ 'সাক্ষ্য' (Statement/Evidence) দেয়।
জব সলুশন