নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক) আপনি সপরিবারে আমন্ত্রিত
খ) আপনি স্বপরিবারে আমন্ত্রিত
গ) আপনি পরিবারবর্গসহ আমন্ত্রিত
ঘ) আপনি আপনার পরিবারসহ আমন্ত্রিত
বিস্তারিত ব্যাখ্যা:
সপরিবারে (পরিবারের সহিত) আমন্ত্রিত। 'স্বপরিবারে' মানে নিজের পরিবারে; যা এখানে উদ্দেশ্য নয়। দন্ত-স (সহ) যুক্ত সপরিবার সঠিক।
Related Questions
ক) বৃক্ষটি সমূলসহ উৎপাট্টিত হয়েছে
খ) বৃক্ষটি সমূলে উৎপাট্টিত হয়েছে
গ) বৃক্ষটি মূলসহ উৎপাট্টিত হয়েছে
ঘ) খ ও গ উভয়ই
Note : সমূলে (মূলসহ) অথবা মূলসহ যে কোনো একটি ব্যবহার করা শুদ্ধ। 'সমূলসহ' বাহুল্য।
ক) হেথায়
খ) অশ্রুজল
গ) অমরতল
ঘ) অদ্ধাবেগ
Note : অশ্রু মানেই চোখের জল। তাই 'অশ্রুজল' বলা বাহুল্য বা অপপ্রয়োগ।
ক) আয়ত্তাধীন
খ) আয়ত্ত
গ) আয়ত্ব
ঘ) আয়ত্বাধীন
Note : আয়ত্ত শব্দের অর্থই অধিকার বা বশ। আয়ত্তাধীন বাহুল্য। আয়ত্ত সঠিক।
ক) তিনি সস্ত্রীক শহরে থাকেন।
খ) তিনি ও স্ত্রী শহরে থাকেন।
গ) তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন।
ঘ) তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।
Note : সস্ত্রীক মানেই স্ত্রীর সঙ্গে। তাই 'তিনি সস্ত্রীক শহরে থাকেন' শুদ্ধ।
ক) জাতিসত্তা
খ) সস্ত্রীক
গ) সমীচীন
ঘ) গীতাঞ্জলী
Note : সস্ত্রীক (স্ত্রী সহ) বানানটি শুদ্ধ। গীতাঞ্জলি (ই-কার); জাতিসত্তা (ত-এ ত) ও সমীচীন (দীর্ঘ ঈ) সঠিক হওয়ার কথা। এখানে অপশন বিচারে সস্ত্রীক নির্ভুল।
ক) সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন।
খ) সভাপতি প্রস্তাবটি অনুমোদন করেছেন।
গ) সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।
ঘ) সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়নি।
Note : 'কর্তৃক' থাকলে ক্রিয়াপদটি কর্মবাচ্যের (passive) হতে হয় (যেমন: অনুমোদিত হয়েছে)। 'অনুমোদন করেছেন' কর্তৃবাচ্যের ক্রিয়া। তাই এটি মিশ্রণজনিত ভুল।
জব সলুশন