কোনটি শুদ্ধ বানান?
Correct Spelling হচ্ছে Foreigner যার অর্থ বিদেশী ।
Related Questions
correct spelling হচ্ছে bouquet।
bouquet শব্দটির অর্থ : ফুলের তোড়া, কুসুমস্তবক, গুঁজ, ফুলের তোড়া, তোড়া, কোনো বিশেষ সুরার সুরভি।
'মুক্ত' এর সমার্থক শব্দ: খোলা, অবারিত, অবাধ, উন্মুক্ত, স্বাধীন, মুক্তি, বাহির। এর বিপরীত শব্দ: বন্দী, বদ্ধ।
তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। অন্ধকার বা তিমির এর বিপরীত শব্দের অর্থ হচ্ছে আলো।
পর্বত এর সমার্থক শব্দ - পাহাড়, অচল, গিরি, শৈল, ভূধর, অদ্রি, মহীধর।
শিলা শব্দের সমার্থক শব্দ - পাথর, প্রস্তর, পাষাণ, উপল, মনি।
'কাজল' এর সমার্থক শব্দ: অঞ্জন, সুরমা, মসি। আর 'অন্ধকার' এর সমার্থক শব্দ: আঁধার, তিমির, অমানিশা, তমসা, তম, তমিস্র।
'পৃথিবী' এর সমার্থক শব্দ নয় - - যামিনী।
পৃথিবীর শব্দের সমার্থক শব্দ হচ্ছে : ধরা, ধরণী, বসুন্ধরা, বসুধা, ভূমন্ডল, অবনী ইত্যাদি।
যামিনী শব্দের সমার্থক শব্দ হচ্ছে : নিশি, রাত, রজনী, শর্বরী, নিশীথিনী ইত্যাদি।
জব সলুশন