বালির ২টি নমুনায় FM যথাক্রমে ২.৫ ও ২.২৫। সমান অনুপাতে এই ২ ধরণের বালির মিশ্রণের Combined FM কত?
ক) 2.37
খ) 4.75
গ) 4.5
ঘ) 2.65
বিস্তারিত ব্যাখ্যা:
দুটি নমুনা সমান অনুপাতে মেশালে গড় FM হবে তাদের যোগফলের অর্ধেক। (২.৫ + ২.২৫) / ২ = ২.৩৭৫; যা প্রায় ২.৩৭।
Related Questions
ক) বড hard হবে
খ) Ductility কমে যাবে
গ) সহজে ভেঙ্গে যাবে
ঘ) উপরের সবগুলো
Note : ইস্পাতে কার্বন বাড়লে তা শক্ত হয় ঠিকই; কিন্তু এর নমনীয়তা (Ductility) কমে যায় এবং এটি ভঙ্গুর (Brittle) হয়ে পড়ে; ফলে হঠাৎ ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে।
ক) ৩০০ লিটার
খ) ৮০০ লিটার
গ) ৫০০ লিটার
ঘ) ৪০০ লিটার
Note : ১ ব্যাগ সিমেন্ট = ৫০ কেজি। ২০ ব্যাগ = ১০০০ কেজি। রেশিও ০.৫ হলে পানির প্রয়োজন ১০০০ × ০.৫ = ৫০০ কেজি বা ৫০০ লিটার।
ক) DC
খ) AC
গ) উভয়ই-ক ও খ
ঘ) কোনোটিই নয়
Note : সোলার প্যানেল বা ফটোভোল্টেইক (PV) সেল সূর্যের আলোকে সরাসরি ডিসি (Direct Current) বিদ্যুতে রূপান্তরিত করে।
ক) 1/2w
খ) 1w
গ) 2w
ঘ) 4w
Note : ক্ষমতা P = V²/R সূত্র অনুযায়ী; P = (10)² / 100 = 100 / 100 = 1 Watt।
ক) tesla
খ) weber
গ) lux
ঘ) henry
Note : চৌম্বক ফ্লাক্স ঘনত্বের (Magnetic Flux Density) এসআই একক হলো টেসলা (Tesla); সংক্ষেপে T।
ক) Conductor
খ) Insulator
গ) Semiconductor
ঘ) Good conductor
Note : সিলিকন (Si) হলো একটি অর্ধপরিবাহী বা Semiconductor; যা চিপ এবং ইলেকট্রনিক ডিভাইস তৈরিতে ব্যবহৃত হয়।
জব সলুশন