চাপ কমলে পানির Boiling Point
ক) বাড়ে
খ) কমে
গ) একই থাকে
ঘ) প্রথমে কমে পরে বাড়ে
বিস্তারিত ব্যাখ্যা:
তরলের ওপর চাপ কমলে তার স্ফুটনাঙ্ক (Boiling Point) কমে যায়। একারণেই পাহাড়ের উঁচুতে পানি ১০০ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় ফোটে।
Related Questions
ক) 235U
খ) 234U
গ) 238U
ঘ) সবগুলোই
Note : প্রকৃতিতে প্রাপ্ত ইউরেনিয়ামের প্রধান তিনটি আইসোটোপ হলো U-238 (সবচেয়ে বেশি); U-235 (পারমাণবিক জ্বালানি) এবং U-234; তাই সবকটিই সঠিক।
ক) 3.5 জুল
খ) 4.5 জুল
গ) 4.00 জুল
ঘ) 4.2 জুল
Note : তাপের যান্ত্রিক সমতা অনুযায়ী ১ ক্যালরি তাপশক্তি প্রায় ৪.১৮ জুল বা ৪.২ জুলের সমান।
ক) J/Kg
খ) Pa-5
গ) J/Kg-K
ঘ) উপরের সবগুলো
Note : একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে তাপ লাগে তাকে আপেক্ষিক তাপ বলে; এর এসআই একক J/kg·K।
ক) 13.6
খ) 0.8
গ) 1.2
ঘ) 65
Note : পারদ সাধারণ অবস্থায় একটি ভারী তরল ধাতু; যার আপেক্ষিক গুরুত্ব ১৩.৬। অর্থাৎ এটি সমপরিমাণ পানির চেয়ে ১৩.৬ গুণ ভারী।
ক) 4°C
খ) 10°C
গ) 50°C
ঘ) 100°C
Note : পানির একটি ব্যতিক্রমী ধর্ম হলো ৪ ডিগ্রি সেলসিয়াস (4°C) তাপমাত্রায় এর ঘনত্ব সবচেয়ে বেশি এবং আয়তন সবচেয়ে কম হয়।
ক) 90
খ) 100
গ) 110
ঘ) 120
Note : সিএনজি বা সংকুচিত প্রাকৃতিক গ্যাসের অক্টেন রেটিং পেট্রোলের তুলনায় অনেক বেশি; যা সাধারণত ১২০ বা তার আশেপাশে থাকে।
জব সলুশন