Fill in the blank with a preposition: The metro rail is running ____ time.

ক) in
খ) for
গ) on
ঘ) at
বিস্তারিত ব্যাখ্যা:
Running on time অর্থ হলো সময়মতো চলা বা শিডিউল মেনে চলা।

Related Questions

ক) ছুটি
খ) কাব্য
গ) দ্বীপ
ঘ) মেঘ
Note :

- যে শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
- যেমন: ছুটি, গোলাপ, নাক, লাল, তিন, গাছ, পাখি, ফুল, হাত ইত্যাদি।

অন্যদিকে, 
- দ্বীপ (দ্বী+অপ্+অ), কাব্য (√কব্‌+য) ও মেঘ (√মিহ্+অ) হলো সাধিত শব্দ।

ক) World Bank
খ) IMF
গ) Asian Development Bank
ঘ) উপরিউক্ত কোনোটিই নয়
Note :

বাংলাদেশী Alternative Executive Director এর পদে অধিষ্ঠিত আছেন World Bank.

বাংলাদেশী Alternative Executive Director - পদে world bank এবং Asian Development Bank দুটিই অধিষ্ঠিত আছে।

A এবং C সঠিক

ক) পিস্টন
খ) কার্বুরেটর
গ) স্পার্ক প্লাগ
ঘ) ক্যামশ্যাফট
Note : পেট্রোল ইঞ্জিনে ইগনিশন বা দহন শুরু করার জন্য 'স্পার্ক প্লাগ' ব্যবহার করা হয়; যা সিলিন্ডারের ভেতরে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ তৈরি করে।
ক) স্লাইড রেঞ্জ
খ) টর্ক রেঞ্জ
গ) রিং রেঞ্জ
ঘ) হুইল রেঞ্জ
Note : ইঞ্জিনের নাট-বোল্টগুলো প্রস্তুতকারকের নির্দেশিত নির্দিষ্ট চাপে বা টর্কে টাইট দেওয়ার জন্য 'টর্ক রেঞ্জ' (Torque Wrench) নামক বিশেষ টুল ব্যবহার করা হয়।
ক) ওয়ার্ম গিয়ার
খ) অ্যাক্সেল
গ) সামনের স্প্রিং
ঘ) স্টিয়ারিং নাকল এর কব্জা
Note : ইলেকট্রিক্যাল পাওয়ার স্টিয়ারিং সিস্টেমে স্টিয়ারিং কলামের ঘূর্ণন গতিকে চাকার দিকে স্থানান্তর করতে ওয়ার্ম গিয়ার বা বিশেষ গিয়ার মেকানিজম ব্যবহৃত হয়।
ক) -273°C
খ) 273°C
গ) 237°C
ঘ) -237°C
Note : পরম শূন্য তাপমাত্রা (Absolute Zero) হলো সেই তাত্ত্বিক তাপমাত্রা যেখানে পদার্থের অণুগুলোর গতিশক্তি শূন্য হয়ে যায়; সেলসিয়াস স্কেলে এর মান -২৭৩.১৫°C।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন