‘ড্রাই আইস’ (dry ice) হল‒
ক) কঠিন অবস্থায় কার্বন ডাই-অক্সাইড
খ) কঠিন অবস্থায় সালফার ডাই-অক্সাইড
গ) শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ
ঘ) হাইড্রোজেন পার-অক্সাইডের কঠিন অবস্থা
Related Questions
ক) আইসোবার
খ) আইসোটোপ
গ) আইসোটোন
ঘ) আইসোমার
ক) ভূকেন্দ্রে
খ) ভূপৃষ্ঠে
গ) ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট নিচে
ঘ) ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট উঁচুতে
Note :
মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ ভূ - পৃষ্ঠে।
অভিকর্ষজ ত্বরণ ওপর থেকে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার। অভিকর্ষের কারণে ওপর থেকে ছেড়ে দেয়া বস্তু ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয় এবং যতই ভূপৃষ্ঠের (তথা ভূ - কেন্দ্রের) নিকটবর্তী হয় এর পতনের বেগ বৃদ্ধি পেতে থাকে। পতনকালে প্রতি সেকেণ্ডে বেগ যতটুকু বৃদ্ধি লাভ করে তা - ই ‘অভিকর্ষজ ত্বরণ’ হিসেবে পদার্থ বিজ্ঞানে অভিহিত। অভিন্ন বস্তু তথা একই ভরের বস্তু পতনকালে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ত্বরণ পরিলক্ষিত হয়। ভূ - কেন্দ্রের নৈকট্যের কারণে ত্বরণ বৃদ্ধি পায়। পৃথিবীতে অভিকর্ষ ত্বরনের মান ৯.৮ মিটার/সেকেন্ড।
ক) এক ধরণের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
খ) কম্পিউটারের যন্ত্রাংশের কোথাও শর্টসার্কিট
গ) কম্পিউটারের যন্ত্রাংশের মধ্য জমে থাকা ধুলা
ঘ) কম্পিউটারের কোনও যন্ত্রাংশে সার্কিটে ঢিলা কানেকশন
ক) ০ সেন্টিগ্রেড
খ) ১০ সেন্টিগ্রেড
গ) ৪ সেন্টিগ্রেড
ঘ) ১০০ সেন্টিগ্রেড
ক) হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
খ) হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন
গ) হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
ঘ) হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
জব সলুশন