ক্রিয়াপদ‒
ক্রিয়া পদ বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ। ক্রিয়া পদ ভিন্ন কোন মনোভাব সম্পন্নরূপে প্রকাশ করা যায় না। তবে কখনো কখনো বাক্যে ক্রিয়া পদ উহ্য থাকতে পারে যেমন :
ইনি আমার ভাই=ইনি আমার ভাই (হন)
আজ প্রচন্ড গরম= আজ প্রচন্ড গরম (অনুভূত হচ্ছে)
তোমার মা কেমন? =তোমার মা কেমন (আছেন)?
Related Questions
যাহার কোন কিছুতে ক্লান্তি নাই - অক্লান্ত/ ক্লান্তিহীন।
কর্মে যাহার ক্লান্তি নাই - অক্লান্তকর্মী।
শুচিস্মিতা = যে নারীর হাসি পবিত্র।
'বিরাগী' একটি পুরুষবাচক শব্দ ,যার অর্থ বিরাগযুক্ত, উদাসীন, নিস্পৃহ বা বিরক্ত। 'বিরাগী' শব্দটির স্ত্রীবাচক রুপ হলো 'বিরাগিনী'।
চাঁদের হাট অর্থ প্রিয়জনদের সমাগম। অবসর জীবনে শরীফ সাহেব কৃতি সন্তানদের নিযে চাঁদের হাট বসিয়েছেন।
Building material - নির্মাণ সামগ্রী। খ. Something to cover a path - রাস্তা ঢাকার জন্য কোনো মিশ্রণ সামগ্রী। গ. Clear evidence - সুনির্দিষ্ট সাক্ষ্য প্রদান। ঘ. A cement mixer - সিমেন্টের মিশ্রণ। প্রদত্ত - sentence - এর concrete শব্দটির তিনটি অর্থ রয়েছে। যথা - সুনির্দিষ্ট বা বাস্তব, চুন বা বালির সাথে সিমেন্টের মিশ্রণে তৈরি নির্মাণ সামগ্রী এবং চুন বা বালির মিশ্রণ দ্বারা লেপ দেওয়া। concrete শব্দের পর proof শব্দটি ব্যবহার করায় concrete শব্দটির অর্থ যে সুনির্দিষ্ট বা বাস্তব এটি অত্যন্ত স্পষ্ট। সুতরাং প্রদত্ত choice গুলোর মধ্যে 'গ' বাক্যের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। সুতরাং সঠিক উত্তর 'গ'।
সাধারণত দুয়ের মধ্যে কিংবা দুয়ের অধিক ব্যক্তি বা বস্তুর প্রতিটিকে আলাদাভাবে বুঝিয়ে যখন এদের মধ্যে ভাগ করে দেয়া বোঝানো হয় তখন ব্যবহৃত হয় between . আর দুয়ের অধিক ব্যক্তি, বস্তু বােঝালে অথবা ব্যক্তি বা বস্তুর group বুঝালে তখন among ব্যবহৃত হয় । সুতরাং সঠিক উত্তর (D)।
জব সলুশন