'In black and white'--- phrase --টির অর্থ কি?
'In black and white' - phrase টির অর্থ হলো - লিখিতভাবে। এখানে দ্বিতীয় option এর in writing এর অর্থ লিখিতভাবে। প্রথম option এর verbally যার অর্থ মৌখিকভাবে এবং তৃতীয় ও চতুর্থ option এর শব্দ দুটির অর্থ যথাক্রমে সমসাময়িক এবং মিথ্যা সুতরাং বলা যায় যে দ্বিতীয় option টি সঠিক।
Related Questions
পরীক্ষা দেওয়ার জন্য আপনারা ফেসবুকে কোন ধরনের লিঙ্ক পাবেন না, BCS Target মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিন। খুব সহজে পরীক্ষা দিন।
Blow away অর্থ - এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া (বাতাসে) । Blow up অর্থ - বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করা; Blow off অর্থ - অবস্থান সরানো (বাতাসে), Blow out - অর্থ আগুন নেভানো । সুতরাং অর্থানুসারে সঠিক উত্তর (খ)।
exactly - নির্ভুলভাবে, সঠিকভাবে। usually - সচরাচর, সাধারণত। truly - যথাযথভাবে , সত্যিকারভাবে। literally - আক্ষরিক অর্থে, মোটামুটি । যেহেতু কত লোক অলিম্পিক প্রত্যক্ষ করেছে তার নির্ভুল সংখ্যা নির্ণয় অসম্ভব তাই (ক) এবং (গ) - কে বাদ দেয়া যায়। আর usually দ্বারা repeated present বুঝায় বলে তা past tense - এ ব্যবহার না করাই শ্রেয়। সুতরাং মোটের উপর বিলিয়ন বিলিয়ন লোক দেখেছে - এ অর্থে (ঘ) সঠিক।
While দ্বারা কোনো Sentence বা Clause শুরু হলে While এর পরেই subject থাকলে Verb এর Past Continuous হয়। তাই গ-ই ঠিক।
Infinitive যুক্ত বাক্যকে passive করতে হলে infinitive হবে to be/ to have been + v.p.p । সুতরাং (গ) সঠিক।
জব সলুশন