মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং ভার্সন
ক) উইন্ডােজ-১১
খ) উইন্ডােজ-৯
গ) উইন্ডােজ-০৭
ঘ) উইন্ডােজ-১০
Note : উইন্ডােজ-১১ মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং ভার্সন
Related Questions
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) মীর মশাররফ হোসেন
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ক) গদ্য কবিতা
খ) গীতিকবিতা
গ) সনেট
ঘ) পয়ার
Note : মাইকেল মধুসূদন দত্ত রচিত কপোতাক্ষ নদ সনেট জাতীয় রচনা। সনেট শব্দটি ইতালিয়ান ‘সনেটো’ বা মৃদুধ্বনি শব্দ থেকে সৃষ্ট। এটি একপ্রকার মন্ময় কবিতা। একটিমাত্র অখণ্ড ভাবকল্পনা বা অনুভূতি-কণা যখন চৌদ্দ অক্ষর চর্তুদশ পঙ্ক্তিতে একটি বিশেষ ছন্দরীতিতে আত্মপ্রকাশ করে, তখন তাকে সনেট বা চতুর্দশপদী কবিতা বলা হয়। ইতালিয়ান কবি প্রেত্রার্ক সনেটের জনক হিসেবে খ্যাত। সনেটের প্রথম আট পঙ্ক্তিতে যে ভাবকল্পনার ইঙ্গিত করা হয়, তাকে অষ্টক বলে এবং পরবর্তী যে ছয় পঙ্ক্তি পূর্বোক্ত ভাবকল্পনার বিস্মৃতিসাধন বা ব্যাখ্যা করে, তাকে ষটক বলে।
ক) অতি অল্প হইল
খ) একেই কি বলে সভ্যতা
গ) ফাঁস কাগজ
ঘ) এর উপায় কি
Note : ১৮৬০ খ্রিষ্টাব্দে তিনি রচনা করেন দুটি প্রহসন, যথা: 'একেই কি বলে সভ্যতা' এবং 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' এবং পূর্ণাঙ্গ 'পদ্মাবতী' নাটক।
ক) পদ্মাবতী
খ) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
গ) চতুর্দশপদী কবিতাবলী
ঘ) সনেট পঞ্চায়েত
ক) সবুজপত্র
খ) বঙ্গদর্শন
গ) সাহিত্য
ঘ) ভারতী
Note : ‘বড়দিদি’ (১৯১৩) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম মুদ্রিত উপন্যাস। এই উপন্যাসটি সরলা দেবী সম্পাদিত ‘ভারতী’ পত্রিকায় প্রকাশকালে বাংলা সাহিত্যে আলোড়নের সৃষ্টি করে। প্রথমে এর নাম ছিল ‘শিশু’। শরৎ উপন্যাসের প্রধান আকর্ষণ, নারীচরিত্রের সংগম ও মাধুর্য, শাস্ত্রশাসিতত জীবন ও স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে টানাপোড়েন এবং সহজ সাবলীল ভাষা-সবই এখানে পূর্ণমাত্রায় প্রকাশিত। উল্লেখযোগ্য চরিত্র : সুরেন্দ্রনাথ, ব্রজরাজ, মাধবী, প্রমীলা। বড়দিদি ‘মাধবী’র নাম।
জব সলুশন