'কোর্ট অব রেকর্ড' বলা হয় কোন আদালতকে ?
ক) সুপ্রীমকোর্ট
খ) ম্যাজিস্ট্রেট কোর্ট
গ) জজ কোর্ট
ঘ) হাইকোর্ট
Note : যে আদালতের যাবতীয় কর্ম ও বৈচারিক কার্যধারা স্থায়ীভাবে নথিবদ্ধ ও রক্ষিত হয়। আদালত অবমাননার জন্য এরূপ আদালত শাস্তি প্রদান করতে পারেন। বাংলাদেশ সংবিধানের ১০৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে, সুপ্রিমকোর্ট একটি কোর্ট অব রেকর্ড হবেন এবং এর অবমাননার জন্য তদন্তের আদেশ দান অথবা দন্ডাদেশ প্রদানের ক্ষমতা সহ আইন সাপেক্ষে এজাতীয় আদালতের ক্ষমতার অধিকারী হবেন।
Related Questions
ক) ঢাকা
খ) মেহেরপুর
গ) রাঙ্গামাটি
ঘ) সিলেট
Note : আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা হল রাঙ্গামাটি এবং বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হল নারায়ণগঞ্জ জেলা।
ক) এলিজা শারমিন
খ) ফারজানা ইসলাম
গ) জেরিনা রহমান খান
ঘ) বেগম কবিতা খানম
Note : বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম । বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম । ৬ ফেব্রুয়ারি ২০১৭ সাবেক সচিব কে এম নূরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট কমিশনের সদস্য তিনি । বেগম কবিতা খানম ১৯৫৭ শোলে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন । ২০১৩ সালে তিনি রাজশাহী জেলা ও দায়রা জজ হিসেবে অবসর গ্রহণ করেন ।
ক) শ্যামলী
খ) আগারগাঁও
গ) মিরপুর
ঘ) শাহবাগ
Note : ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বেতার স্থাপন করা হয়। বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র ১২টি।
ক) রাজশাহী
খ) দিনাজপুর
গ) বগুড়া
ঘ) ময়মনসিংহ
Note : সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী। তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
ক) আকবর
খ) শাহজাহান
গ) বাবর
ঘ) জাহাঙ্গীর
Note : শাহাজাহান সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলী থেকে উচ্ছেদ করা হয়।
জব সলুশন