সমতট জনপদ কোথায় অবস্থিত?

ক) রংপুর অঞ্চল
খ) খুলনা অঞ্চল
গ) সিলেট অঞ্চল
ঘ) কুমিল্লা অঞ্চল
Note : প্রাচীন কালে "সমতট " বলতে বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে বোঝানো হতো। অন্য দিকে বৃহত্তর সিলেট অঞ্চল হরিকেল জনপদের অংশ ছিল। পুণ্ড্র বরেন্দ্র জনপদের অংশ ছিল।

Related Questions

ক) সোনারগাঁ
খ) জাহাঙ্গীরনগর
গ) ঢাকা
ঘ) গৌড়
Note : সোনারগাঁ ১৩৩৮ থেকে ১৩৫২ পর্যন্ত ফখরুদ্দীন মোবারক শাহ প্রতিষ্ঠিত স্বাধীন রাজ্যের রাজধানীর মর্যাদা লাভ করে। পরবর্তীতে ঈষা খাঁ ও তার বংশধরদের শাসনামলে সোনারগাঁও তাদের রাজধানী ছিল। খ. ১৬১০ সালে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নাম রাখেন জাহাঙ্গীরনগর। গ. ঢাকা প্রথমে ১৬১০ সালে, দ্বিতীয় ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময়, ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্ত হওয়ার পর পূর্ব পাকিস্তানের এবং ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশর রাজধানীর মর্যাদা লাভ করে। ঘ. সুলতানি আমলে 'আনুমানিক ১৪৫০ খ্রিষ্টাব্দে থেকে ১৫৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত গৌড় বাংলার রাজধানী ছিল।
ক) সোনারগাঁও
খ) বিক্রমপুর
গ) পুণ্ড্র
ঘ) গোপালগঞ্জ
Note : প্রাচীন যুগে বাংলায় অখণ্ড কোনো রাজ্য ছিল না। ভিন্ন ভিন্ন নামে খণ্ডে খণ্ডে বিভিন্ন জনপদে বিভক্ত ছিল সমগ্র বাংলা। বাংলার প্রাচীনতম জনপদ বগুড়া জেলায় অবস্থিত, যার নাম মহাস্থানগড় (পুণ্ড্রনগর)। বগুড়া শহর থেকে ১০ কিমি উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে এর অবস্থান। ১৮৭৯ সালে প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিংহাম এ নগর সভ্যতার ধ্বংসাবশেষ শনাক্ত করেন। অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনারগাঁ ও (সুবর্ণগ্রাম) ছিল বাংলার স্বাধীন শাসক ঈশা খাঁর রাজধানী , যেখান থেকেই শেরশাহের ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাংক রোড শুরু হয়।
ক) মঙ্গোলয়েড
খ) সেমাটিড
গ) অস্ট্রোলয়েড
ঘ) ককেশীয়
Note : বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ মঙ্গোলয়েড শ্রেনীভুক্ত।
ক) অ্যালপাইন
খ) আদি-অস্ট্রেলীয়
গ) নার্কিড
ঘ) মঙ্গোলীয়
ক) টোডা
খ) দ্রাবিড়
গ) সুর
ঘ) আফ্রিদি
Note : দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের দ্রাবিড় নামে অভিহিত করা হয়। এরা মূলত ভারতের কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাডু ও কেরেলা প্রদেশের আদি অধিবাসী। আফ্রিদি উপজাতি পাকিস্তানের।
ক) সংস্কৃত
খ) বাংলা
গ) অস্ট্রিক
ঘ) হিন্দি
Note : অস্ট্রিক প্রাচীন বাংলার একটি নৃ-গোষ্ঠী। প্রাচীন সাহিত্যে এরা নিষাদ নামে পরিচিত। এরা বাংলাদেশের কোল, ভীল, সাঁওতাল প্রভৃতি জনগোষ্ঠীর পূর্বপুরুষ রূপে চিহ্নিত। ফলে বাংলার আদি অধিবাসীদের অস্ট্রিক ভাষাভাষী ছিলেন।

জব সলুশন

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড লাইনম্যান (28-02-2025)

বিসিআইসি সহকারী প্রশাসনিক কর্মকর্তা (14-02-2025

গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক (14-02-2025)

গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক (07-02-2025)

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর জুনিয়র শিক্ষক (07-02-2025)

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর অফিস সহকারী (13-12-2024)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore