ইংরেজ বণিকরা উপমহাদেশে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে-

ক) পশ্চিমবঙ্গে
খ) গোয়াতে
গ) সুরাটে
ঘ) আগ্রাতে

Related Questions

ক) ১৫১৬ সালে
খ) ১৪৮৭ সালে
গ) ১৬০০ সালে
ঘ) ১৬০৮ সালে
ক) ১৫১৬ সালে
খ) ১৪৮৭ সালে
গ) ১৬০০ সালে
ঘ) ১৬০৮ সালে
ক) লর্ড কার্জন
খ) লর্ড ওয়াভেল
গ) লর্ড মাউন্ট ব্যাটেন
ঘ) লর্ড লিনলিথগো
ক) জুন ২৩, ১৭৫৭
খ) জুন ২৫, ১৭৫৭
গ) জুন ২২, ১৭৫৭
ঘ) জুন ২৪, ১৭৫৭
Note : বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। ১৭৫৭ সালের জুন ২৩ তারিখে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়।
ক) লর্ড রিপন
খ) লর্ড কার্জন
গ) লর্ড মিন্টো
ঘ) লর্ড হার্ডিঞ্জ
ক) ১৭৫৭
খ) ১৮৫০
গ) ১৮৫৭
ঘ) ১৭৯৩
Note : সিপাহি বিদ্রোহ ১৮৫৭ সালের ১০ মে মিরাট শহরে শুরু হওয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহিদের একটি বিদ্রোহ। ক্রমশ এই বিদ্রোহ গোটা উত্তর ও মধ্য ভারতে (অধুনা উত্তরপ্রদেশ, বিহার, উত্তর মধ্যপ্রদেশ ও দিল্লি অঞ্চল ) ছড়িয়ে পড়েছিল। এই সব অঞ্চলে বিদ্রোহীদের দমন করতে কোম্পানিকে যথেষ্ট বেগ পেতে হয়। ১৮৫৮ সালের ২০ জুন গোয়ালিয়রে বিদ্রোহীদের পরাজয়ের পরই একমাত্র বিদ্রোহ দমন করা সম্ভব হয়। সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, মহাবিদ্রোহ, ভারতীয় বিদ্রোহ, ১৮৫৭ সালের বিদ্রোহ ও ১৮৫৮ সালের গণ-অভ্যুত্থান নামেও অভিহিত করা হয়ে থাকে।

জব সলুশন

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সহকারী পরিচালক (22-11-2024)

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার (30-11-2024)

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর কারিগরি সহায়ক / অফিস সহায়ক (15-11-2024)

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর জুনিয়র হিসাব সহকারী (15-11-2024)

সাধারণ বীমা কর্পোরেশন || সহকারী ব্যবস্থাপক (08-11-2024)

সাধারণ বীমা কর্পোরেশন জুনিয়র অফিসার (01-11-2024) 2024

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore